বিজয়ওয়াড়া, 9 সেপ্টেম্বর: আদালতে পেশ করা হল দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ৷ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তেলেগু দেশম পার্টি বা টিডিপি প্রধান চন্দ্রবাবুর বিরুদ্ধে ৷ শনিবার ভোর 6টা নাগাদ তাঁকে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ সিআইডি ৷ গ্রেফতারির 24 ঘণ্টার মধ্যে চন্দ্রবাবু নায়ডুকে বিজয়ওয়াড়ার আদালতে পেশ করা হল ৷
শনিবার চন্দ্রবাবুকে গ্রেফতারের পর কুঞ্চনাপল্লিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি-র কার্যালয়ে নিয়ে আসা হয় ৷ সেখানে তাঁকে দীর্ঘ 10 ঘণ্টা ধরে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা ৷ এরপর রবিবার ভোর 3.40 মিনিটে প্রবীণ টিডিপি নেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিজয়ওয়াড়ার সরকারি হাসপাতালে ৷ প্রায় 50 মিনিট ধরে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয় ৷ এরপরে তাঁকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসে নিয়ে যাওয়া হয় ৷
টিডিপি মুখপাত্র পট্টভি রাম কোম্মারেড্ডি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এরপর চন্দ্রবাবুকে বিজয়ওয়াড়ার অ্যান্টি-করাপশন আদালতে পেশ করেন তদন্তকারী আধিকারিকরা ৷ টিডিপি প্রধানের ছেলে নেতা নারা লোকেশ, স্ত্রী নারা ভুবনেশ্বরী-সহ আরও অনেকে এসিবি আদালতে অপেক্ষা করছেন ৷ কোম্মারেড্ডি বলেন, "আমরা ভেবেছিলাম তাঁকে (চন্দ্রবাবু নাইডু) সরাসরি আদালতে নিয়ে যাওয়া হবে ৷ কিন্তু এসআইটি অফিসে ফিরিয়ে নিয়ে যাওয়া হল ৷ আদালতে সবাই অপেক্ষা করছেন ৷"