নবসারি (গুজরাত), 18 এপ্রিল: খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে পুনরায় ধর্মান্তরিত হল 170টিরও বেশি পরিবার । গুজরাতের নবসারির ভাঁসদা তালুকের কাভদেজ গ্রামে অগ্নিবীর হিন্দু সংগঠন আয়োজিত 'শুদ্ধিকরণ মহাযজ্ঞ'-এ প্রায় 170টি পরিবার খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে ফিরল । এই অনুষ্ঠানে স্বামীনারায়ণ সম্প্রদায়ের সাধুরাও উপস্থিত ছিলেন । এ পর্যন্ত 9 হাজারেরও বেশি পরিবার হিন্দু ধর্মে ফিরেছে ।
সূত্রের তরফে জানা গিয়েছে, গুজরাতে ব্যাপক হারে ধর্মান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে । উপজাতীয় এলাকায় প্রচুর ধর্মান্তরকরণের ঘটনা ঘটেছে । আদিবাসী সমাজে অগ্নিবীর হিন্দু সংগঠনের পক্ষ থেকে মানুষকে জাগ্রত করে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হচ্ছে । বাঁশদা তালুকে অবস্থিত মন্দিরের প্রাঙ্গণে অগ্নিবীর হিন্দু সংগঠন কর্তৃক শুদ্ধিকরণ মহাযজ্ঞের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
সেখানে জেলার প্রায় 170টি পরিবার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে ফিরে এসেছে । অতীতে তারা বিশ্বাস পরিবর্তনের কারণে ধর্মান্তরিত হয়েছিল । পরিবারের ছেলেমেয়েরা অসুস্থ হলে খ্রিস্টধর্মে সুস্থ হয়ে যাবে - এমন বিশ্বাসে অনেক পরিবার হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায় ।