জম্মু, 21 সেপ্টেম্বর : পাহাড়ের উপর ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্য হয়েছে দুই পাইলটের ৷ জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার পতনিটপের কাছে এক ঘন জঙ্গলে মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে ৷
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আজ ট্রেনিংয়ের সময় পতনিটপের কাছে বায়ুসেনার চিতা হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্থ হয় ৷ যাতে দুই পাইলটের মৃত্যু হয়েছে ৷ সেনার তরফে জানানো হয়েছে, বায়ুসেনার এই কপ্টারটি টহল দিচ্ছিল। সকাল সাড়ে ১০টা নাগাদ কপ্টারটি উধমপুরে কাছে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলট গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁদের মৃত্যু হয় ৷
ভারতীয় বায়ুসেনার নর্দার্ন কমান্ডের তরফে টুইট করে বলা হয়, "দুর্ঘটনায় নিহত দুই পাইলট মেজর পদমর্যাদায় ৷ দুর্ঘটনায় প্রাণ হারান মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত ৷ তাঁদের বলিদানকে স্যালুট জানাচ্ছে বায়ুসেনা। একই সঙ্গে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷’’ টুইটে সেনার তরফে ভেঙে পড়া হেলিকপ্টারের ছবিও প্রকাশ করা হয়।
আরও পড়ুন :15,500 ফুট উচ্চতায় দুঃসাহসিক অভিযান, বায়ুসেনা কর্মীদের উদ্ধার করল বাহিনী
সরকারিভাবে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটে সাড়ে দশটা থেকে 10টা 45 মিনিটের মধ্যে ৷ ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ মাস দেড়েক আগে জম্মু-কাশ্মীরে রঞ্জিত সাগর ড্যামে ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি বিমান। সেই দুর্ঘটনাতেও মৃত্যু হয়েছিল দুই পাইলটের ৷