পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chola Period Parvati Idol: তামিলনাড়ু থেকে নিউ ইয়র্কের নিলামঘর ! 50 বছর বাদে খোঁজ মিলল দেবী পার্বতীর - 50 বছর বাদে খোঁজ মিলল দেবী পার্বতীর

মূর্তিটি দেবী পার্বতীর ৷ চুরি গিয়েছিল 1970-71 সাল নাগাদ ৷ তারপর অভিযোগ জানালেই প্রশাসন ফেলে রেখেছিল বিষয়টি ৷ বারোশো শতকে চোল রাজারা যখন দক্ষিণে শাসন করছিলেন, মূর্তিটি সেই সময়কার ৷ অবশেষে তাঁর সন্ধান দিলেন সিআইডি উইংয়ের মহিলা আধিকারিক (Chola Period Parvati Idol) ৷

Goddess Parvati Idol
দেবী পার্বতীর মূর্তি

By

Published : Aug 9, 2022, 11:01 AM IST

চেন্নাই, 9 অগস্ট: অর্ধশতক পেরিয়ে গিয়েছে, খোঁজ মেলেনি মন্দির থেকে উধাও হওয়া দেবী পার্বতীর ৷ সোমবার তাঁর সন্ধান দিল তামিলনাড়ুর আইডল উইং সিআইডি ৷ তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, কুম্বাকোনাম থান্ডানথোট্টামে নন্দনাপুরেশ্বরার শিবম মন্দির থেকে চুরি যায় দেবী পার্বতীর মূর্তি ৷ এরপর 50টি বছর কেটে গিয়েছে ৷ তা এখন নিউ ইয়র্কের বনহামস অকশন হাউজে রয়েছে (Chola period Goddess Parvati Idol from Tamil Nadu worth 1.6 Crore Found in New York Auction House) ৷

1971 সালে স্থানীয় পুলিশকে ঘটনাটি জানানো হয় ৷ 2019-এর ফেব্রুয়ারিতে কে বাসু নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে আইডল উইং ৷ তাও চুরির তদন্তটি পড়েই ছিল ৷ আইডল উইংয়ের ইনস্পেক্টর এম চিত্রা এর তদন্তভার নেন এবং চোল রাজত্বকালের এই দেবী পার্বতী মূর্তির খোঁজ শুরু করেন ৷ বিভিন্ন মিউজিয়াম এবং নিলামঘরগুলিতে তল্লাশি শুরু হয় ৷

অনেক খোঁজাখুঁজির পর দেবী পার্বতীর দেখা মেলে বনহামস অকশন হাউজে (Bonhams Auction house) ৷ বারোশো শতকে চোল রাজত্বকালে তামার তৈরি 52 সেমি উচ্চতাবিশিষ্ট এই মূর্তির দাম 2 লক্ষ 12 হাজার 575 মার্কিন ডলার ৷ আর ভারতীয় মুদ্রায় 1 কোটি 68 লক্ষ 26 হাজার 143 টাকা, জানিয়েছে সিআইডি ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে উদ্ধার ছয় কোটি টাকা মূল্যের প্রাচীন মূর্তি, গ্রেফতার দুই

দক্ষিণ ভারতে সাধারণত দাঁড়ানো অবস্থায় দেবী পার্বতী বা উমার মূর্তির দেখা যায় ৷ তাঁর মাথায় 'করন্দা মুকুটা' নামের একটি মুকুট থাকে ৷ মুকুটের ডিজাইনে গলার নেকলেস, বাহুবন্ধ, কোমরবন্ধ, জামা থাকে দেবীর গায়ে ৷ আইডল উইংয়ের সিআইডি ডিজিপি জয়ন্ত মুরালি জানিয়েছেন, মূর্তিটি দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details