চেন্নাই, 9 অগস্ট: অর্ধশতক পেরিয়ে গিয়েছে, খোঁজ মেলেনি মন্দির থেকে উধাও হওয়া দেবী পার্বতীর ৷ সোমবার তাঁর সন্ধান দিল তামিলনাড়ুর আইডল উইং সিআইডি ৷ তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, কুম্বাকোনাম থান্ডানথোট্টামে নন্দনাপুরেশ্বরার শিবম মন্দির থেকে চুরি যায় দেবী পার্বতীর মূর্তি ৷ এরপর 50টি বছর কেটে গিয়েছে ৷ তা এখন নিউ ইয়র্কের বনহামস অকশন হাউজে রয়েছে (Chola period Goddess Parvati Idol from Tamil Nadu worth 1.6 Crore Found in New York Auction House) ৷
1971 সালে স্থানীয় পুলিশকে ঘটনাটি জানানো হয় ৷ 2019-এর ফেব্রুয়ারিতে কে বাসু নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে আইডল উইং ৷ তাও চুরির তদন্তটি পড়েই ছিল ৷ আইডল উইংয়ের ইনস্পেক্টর এম চিত্রা এর তদন্তভার নেন এবং চোল রাজত্বকালের এই দেবী পার্বতী মূর্তির খোঁজ শুরু করেন ৷ বিভিন্ন মিউজিয়াম এবং নিলামঘরগুলিতে তল্লাশি শুরু হয় ৷