কোয়াম্বাটুর, 27 অগস্ট:প্রতারণা করে ধরা পড়া এবং তার জন্য শাস্তির মুখে পড়া নতুন কোনও বিষয় নয় । চিটফান্ড খুলে প্রতারণার ঘটনার সঙ্গে আমাদের আরও ঘনিষ্ঠ পরিচয় । কিন্তু কোয়াম্বাটুর যে ঘটনার সাক্ষী রইল, তার উদাহরণ খুব একটা পাওয়া যাবে না । চিটফান্ড সংস্থা খুলে 930 কোটির প্রতারণা করে 27 বছরের জেল হল 2 ব্যক্তির । তার সঙ্গে জরিমানা বাবদ দিতে হবে 171 কোটি টাকা ( Fine of 171 crore Imposed to the offenders) !
ত্রিপুরে 2009 সালে কাজ শুরু করে এই প্রতারক সংস্থা । অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলতে থাকে তারা । কিন্তু কয়েকবছর কাটতে না কাটতেই বিনিয়োগকারীরা বুঝতে পারেন তাঁদের টাকা উদ্ধারের আশা নেই । এরপরই প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা । নানা প্রক্রিয়া পেরিয়ে 2013 সালে সংস্থার অধিকর্তা মোহনরাজ, ছেলে কাতির্ভান এবং অংশীদার কমলাবল্লিকে গ্রেফতার করে সিবিআই ।