নয়াদিল্লি, 16 জুন :লোক জনশক্তি পার্টি নিয়ে কাকা-ভাইপোর লড়াই এবার চলে যেতে পারে আইনের আঙিনায় ৷ কারণ, চিরাগ পাসোয়ান দলের সাংসদদের বিদ্রোহ নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন ৷ বুধবার তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি রামবিলাস পাসোয়ানের ছেলে ৷ তিনি সিংহ-সন্তান (শের কা বাচ্চা) ৷
এদিন তিনি একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই কাকা পশুপতি পারশের মন গলানোর চেষ্টাও করেছেন ৷ জানিয়েছেন যে বাবার মৃত্যুর পর তিনি আবার অনাথ হয়ে গেলেন ৷ কারণ, তাঁর কাকা তাঁকে ছেড়ে চলে গেলেন ৷
আরও পড়ুন :এলজেপি-তে সভাপতির পদ খোয়ালেন রামবিলাসের চিরাগ
উল্লেখ্য, গত সোমবার থেকে লোক জনশক্তি পার্টির এই বিদ্রোহ শুরু হয়েছে ৷ দলের পাঁচজন সাংসদ পশুপতি পারশের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন ৷ তাঁদের আলাদা ভাবে স্বীকৃতির দাবি তোলেন ৷ একই সঙ্গে দলের সংসদীয় দলের নেতৃত্ব থেকে চিরাগকে সরিয়ে দেওয়া হয় ৷
বিষয়টি সামনে আসতেই চিরাগ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ৷ তাঁর নয়াদিল্লিতে কাকা পশুপতির বাড়িতে হাজির হন ৷ কাকার সঙ্গে দেখা করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষাও করেন ৷ কিন্তু দেখা হয়নি ৷ তাঁকে ফিরে আসতে হয় ৷