পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পদ বাঁচাতে প্রধানমন্ত্রীর পিছনে দৌড়াচ্ছেন নীতীশ কুমার : চিরাগ পাসওয়ান - তৃতীয় দফার নির্বাচন

শেষ দফার ভোটের আগে নীতীশ কুমারকে চাপে ফেলে চিরাগ পাসওয়ান বলেন, নিজের মুখ্য়মন্ত্রিত্ব বাঁচাতে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করতে, তাঁর পিছনে দৌড়ে চলেছেন মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷

chirag-asks-nitish-why-silent-on-corona-floods-unemployment
পদ বাঁচাতে প্রধানমন্ত্রী পিছনে দৌড়াচ্ছেন নীতীশ কুমার : চিরাগ পাসওয়ান

By

Published : Nov 4, 2020, 6:41 PM IST

পাটনা, 4 নভেম্বর : বিহারের দু’দফার ভোট হয়ে গিয়েছে ৷ 7 নভেম্বর তৃতীয় দফার নির্বাচন হবে ৷ তার আগে বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ান ৷ মঙ্গলবার তাঁর টুইটে নীতীশ কুমারকে উল্লেখ করে চিরাগ লেখেন, নীতীশ কুমার তাঁর পদ বাঁচাতে প্রধানমন্ত্রীর পিছনে দৌড়়ে চলেছেন ৷

শেষ দফার ভোটের আগে নীতীশ কুমারকে চাপে ফেলে চিরাগ পাসওয়ান বলেন, নিজের মুখ্য়মন্ত্রিত্ব বাঁচাতে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করতে, তাঁর পিছনে দৌড়ে চলেছেন নীতীশ কুমার ৷ 2014 সালে নীতীশ কুমার নরেন্দ্র মোদির বিরোধিতা করেছিলেন ৷ যা মনে করিয়ে দিয়ে চিরাগ বলেন, মুখ্য়মন্ত্রী একসময় বলেছিলেন, বিহারের উন্নয়নের চাকা থেমে যাওয়ার পিছনে নরেন্দ্র মোদি দায়ী ৷ কিন্তু, আজকে তিনি প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন ৷ এখানেই থামনেনি চিরাগ পাসওয়ান ৷ তিনি বলেন, নীতীশ কুমার নিজেকে বিহারের প্রধান হিসেবে মনে করেন ৷

পাশাপাশি কোরোনা ভাইরাস, বন্য়া, কর্মসংস্থান ও কৃষির মতো সমস্য়াগুলি নিয়ে মুখ্য়মন্ত্রী ও তাঁর সরকার কেন চুপ সেই প্রশ্নও তোলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ান ৷

ABOUT THE AUTHOR

...view details