মান্ডি (হিমাচল প্রদেশ), 26 অক্টোবর:হিমাচলের মান্ডি জেলার তিব্বতি মঠ থেকে চিনা বংশোদ্ভূত এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ(Chinese Woman Arrested with Fake Documents in Himachal)৷ 22 অক্টোবর রাতে এই ঘটনা ঘটলেও পুলিশের তরফে বিষয়টি আজ প্রকাশ্যে আনা হয়েছে (Himachal Pradesh News)৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 15 দিন ধরে এক মহিলা যোগিন্দরনগর মহকুমার অধীন চৌন্তার একটি তিব্বতি মঠে(Tibetan Monastery in Mandi District)বাস করছেন ৷ যিনি নিজেকে নেপালি বংশোদ্ভূত বলে দাবি করলেও তাঁকে নেপালের বাসিন্দা বলে মনে হচ্ছে না ৷ তিনি এখানে বৌদ্ধ ধর্মের শিক্ষা নিতে এসেছিলেন ৷ এ হেন ঘটনার কথা জানতে পেরে পুলিশ তদন্ত শুরু করে ৷ মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁর ঘরে তল্লাশি চালানো হয় ৷ এরপরই তাঁর ঘর থেকে সন্দেহজনক নথি মেলে ৷ যার মধ্যে কিছু নথি নেপালের ও কিছু চিনের ৷ দুই নথিতেই মহিলার বয়স আলাদা লেখা আছে ৷ উদ্ধার হওয়া নথি পরীক্ষা করে তদন্তকারীদের দালি ওই মহিলার সঙ্গে চিনের যোগাযোগের স্পষ্ট প্রমাণ রয়েছে ।