পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাদাখ থেকে সেনা সরাচ্ছে চিন, প্রকাশ্যে এল ছবি-ভিডিয়ো - Ladakh Videos

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর ছবি সামনে এল৷ কয়েকদিন আগেই সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে ভারত ও চিন, দুই দেশই সেনা সরাতে ঐকমত্যে পৌঁছেছে৷ এবার সেনা সরানোর ছবি সামনে এল৷ আর তা প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা বাহিনী৷

লাদাখ থেকে সেনা সরাচ্ছে চিন, ছবি-ভিডিও প্রকাশ্যে আনল ভারতীয় সেনা
লাদাখ থেকে সেনা সরাচ্ছে চিন, ছবি-ভিডিও প্রকাশ্যে আনল ভারতীয় সেনা

By

Published : Feb 16, 2021, 5:40 PM IST

Updated : Feb 16, 2021, 8:02 PM IST

দিল্লি, 16 ফেব্রুয়ারি : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর ছবি সামনে এল৷ কয়েকদিন আগেই সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে ভারত ও চিন, দুই দেশই সেনা সরাতে ঐকমত্যে পৌঁছেছে৷ এবার সেনা সরানোর ছবি সামনে এল৷ আর তা প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা বাহিনী৷

ওই ছবি এবং ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে যে চিনা সেনা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা থেকে সেনা সরানো শুরু করেছে৷ পাশাপাশি চিন সেখানে যে তাঁবু খাঁটিয়েছিল বা পরিকাঠামো গড়ে তুলেছিল, সেগুলি ভাঙতে বা গোটাতে শুরু করেছে৷ পাহাড় থেকে নেমে যেতে দেখা গিয়েছে বহু চিনা সৈন্যকে৷ তবে এই ঘটনা প্যাংগং লেকের দক্ষিণ পাড়ের না উত্তর পাড়ের, তা অবশ্য ভারতীয় সেনা স্পষ্ট করেনি৷

গত বছরের মে মাস থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের মধ্যে সংঘাত লেগে রয়েছে৷ একাধিকবার দুই পক্ষের সেনার মধ্যে আলোচনা হয়েছে৷ কিন্তু চিনের অনড় মনোভাবের জন্য সমস্যার সমাধানের পথে বারবার বাধা পড়ছিল৷ শেষপর্যন্ত সমস্যার সমাধান হয়েছে৷

আরও পড়ুন :দিশা রবির গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে নোটিস দিল্লির মহিলা কমিশনের

কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হলেও এই নিয়ে দেশের অন্দরে রাজনৈতিক বিবাদ চলছে৷ সরকার জানিয়েছে যে এই সমঝোতায় ভারতের কোনও ক্ষতি হয়নি৷ কিন্তু তা মানতে নারাজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ আরও অনেকেই৷

Last Updated : Feb 16, 2021, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details