দিল্লি, 16 ফেব্রুয়ারি : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর ছবি সামনে এল৷ কয়েকদিন আগেই সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে ভারত ও চিন, দুই দেশই সেনা সরাতে ঐকমত্যে পৌঁছেছে৷ এবার সেনা সরানোর ছবি সামনে এল৷ আর তা প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা বাহিনী৷
ওই ছবি এবং ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে যে চিনা সেনা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা থেকে সেনা সরানো শুরু করেছে৷ পাশাপাশি চিন সেখানে যে তাঁবু খাঁটিয়েছিল বা পরিকাঠামো গড়ে তুলেছিল, সেগুলি ভাঙতে বা গোটাতে শুরু করেছে৷ পাহাড় থেকে নেমে যেতে দেখা গিয়েছে বহু চিনা সৈন্যকে৷ তবে এই ঘটনা প্যাংগং লেকের দক্ষিণ পাড়ের না উত্তর পাড়ের, তা অবশ্য ভারতীয় সেনা স্পষ্ট করেনি৷