পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chinese PLA Released Arunachal Youth : অরুণাচলের যুবক মিরাম টারনকে ছেড়ে দিল চিন - ভারত চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা

গত জানুয়ারি ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হন মিরাম টারন ৷ ওই যুবক অরুণাচল প্রদেশের বাসিন্দা ৷ তারপর চিনের সঙ্গে কথা বলে তাঁকে ফিরিয়ে আনল ভারত সরকার (chinese pla release arunachal pradesh youth miram taron) ৷

chinese pla release arunachal pradesh youth miram taron
Chinese PLA Released Arunachal Youth : অরুণাচলের যুবক মিরাম টারনকে ছেড়ে দিল চিন

By

Published : Jan 27, 2022, 3:31 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি : অরুণাচল প্রদেশের যুবক মিরাম টারনকে ছেড়ে দিল চিনা সেনা (chinese pla release arunachal pradesh youth miram taron) ৷ বৃহস্পতিবার চিনের পিপলস লিবারেশন আর্মি (Peoples Liberation Army) ওই যুবককে ভারতের হাতে তুলে দেয় ৷ তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়টি টুইটারে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Union Minister Kiren Rijiju) ৷ মিরামকে ছেড়ে দেওয়ার কিছু ছবিও টুইটারে পোস্ট করেছেন মোদি সরকারের এই মন্ত্রী ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মিরাম অরুণাচল প্রদেশের জিডো গ্রামের বাসিন্দা ৷ যা ওই রাজ্যের আপার সিয়াং জেলায় অবস্থিত ৷ গত 18 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মিরাম (Arunachal Youth Miram Taron) ৷ তিনি ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকেই নিখোঁজ হয়ে যান ৷

তারপর ভারতীয় সেনার তরফে প্রথা মেনে যোগাযোগ করা হয় চিনা পিএলএ-র (Chinese PLA) সঙ্গে ৷ মিরামকে খুঁজে দেওয়ার জন্য আর্জিও জানানো হয় ৷ তারপর জানা যায় যে মিরাম চিনের সেনার হাতেই আটক হয়ে আছে ৷

বুধবার কিরেন রিজিজু এই নিয়ে টুইট করেছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন যে, চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার কথা হয়েছে ৷ পিএলএ-র তরফে মিরামকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে ৷ অবশেষে বৃহস্পতিবার ছাড়া পেলেন মিরাম টারন ৷

আরও পড়ুন :Chinese Army found missing boy from Arunachal: অরুণাচলের নিখোঁজ কিশোরকে খুঁজে পেল চিনা সেনা

ABOUT THE AUTHOR

...view details