নয়াদিল্লি, 27 জানুয়ারি : অরুণাচল প্রদেশের যুবক মিরাম টারনকে ছেড়ে দিল চিনা সেনা (chinese pla release arunachal pradesh youth miram taron) ৷ বৃহস্পতিবার চিনের পিপলস লিবারেশন আর্মি (Peoples Liberation Army) ওই যুবককে ভারতের হাতে তুলে দেয় ৷ তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়টি টুইটারে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Union Minister Kiren Rijiju) ৷ মিরামকে ছেড়ে দেওয়ার কিছু ছবিও টুইটারে পোস্ট করেছেন মোদি সরকারের এই মন্ত্রী ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, মিরাম অরুণাচল প্রদেশের জিডো গ্রামের বাসিন্দা ৷ যা ওই রাজ্যের আপার সিয়াং জেলায় অবস্থিত ৷ গত 18 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মিরাম (Arunachal Youth Miram Taron) ৷ তিনি ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকেই নিখোঁজ হয়ে যান ৷