পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chinese Army found missing boy from Arunachal: অরুণাচলের নিখোঁজ কিশোরকে খুঁজে পেল চিনা সেনা - অরুণাচলের নিখোঁজ কিশোর

অরুণাচলপ্রদেশের নিখোঁজ কিশোরকে খুঁজে পেয়েছে বলে জানাল চিনা সেনা (Chinese Army found missing boy from Arunachal)৷ ভারতীয় সেনার সঙ্গে তারা যোগাযোগ করেছে ৷

chinese-army-has-found-missing-boy-from-arunachal-defence-pro Tezpur
অরুণাচলের নিখোঁজ কিশোরকে খুঁজে পেল চিনা সেনা

By

Published : Jan 23, 2022, 4:17 PM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি:অরুণাচলপ্রদেশের 17 বছরের নিখোঁজ কিশোরকে খুঁজে (captured boy from Arunachal Pradesh found) পেয়েছে চিনা সেনা ৷ ভারতীয় সেনার সঙ্গে যোগাযোগ করে তারা একথা জানিয়েছে ৷ ওই কিশোরের খোঁজে চিনের সাহায্য চেয়েছিল ভারতীয় বাহিনী ৷

রবিবার তেজপুরে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে (Defence PRO) জানিয়েছেন, "চিনা সেনা (Chinese Army found missing boy from Arunachal) আমাদের জানিয়েছে যে, ওরা অরুণাচলপ্রদেশের ওই নিখোঁজ ছেলেটিকে খুঁজে পেয়েছে ৷ তাকে ফেরাতে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে ৷"

আরও পড়ুন:China PLA abducts Indian : অরুণাচলে ভারতীয় কিশোরকে অপহরণ চিন সেনার, দাবি সাংসদের

প্রতিরক্ষা মন্ত্রকের তেজপুরের জনসংযোগ আধিকারিক আগেই জানিয়েছিলেন যে, চিনা সেনার হাতে ধরা পড়া কিশোরকে (Boy missing from Arunachal Pradesh found) ফেরাতে তাদের সাহায্য চেয়েছে ভারতীয় বাহিনী ৷ পিআরও টুইটে লিখেছিলেন, "অরুণাচলপ্রদেশের জিদোর বাসিন্দা 17 বছরের কিশোর মিরাম ট্যারমকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে ধরেছে চিনা সেনা ৷ ভারতীয় সেনা সঙ্গে সঙ্গে চিনা সৈনিকদের সঙ্গে হটলাইনে যোগাযোগ স্থাপন করে প্রোটোকল মেনে ওই কিশোরকে ফেরানোর জন্য সাহায্য চায় ৷"

আরও পড়ুন:Arunachal youth missing : অরুণাচলের নিখোঁজ মিরামকে খুঁজে দিতে চিনকে বলল ভারত

19 জানুয়ারি অরুণাচল পূর্বের সাংসদ তাপির গাও দাবি করেন যে, ভারতীয় ভূখণ্ডের ভেতর থেকে অপহরণ করা হয় ওই কিশোরকে ৷ অরুণাচলপ্রদেশে (Arunchal Pradesh boy missing report from chinese army) যেখানে সাংপো নদী ভারতে প্রবেশ করছে, সেখান থেকে ওই কিশোরকে চিনা সেনা অপহরণ করে বলে দাবি করেন তিনি ৷ লোকসভার সাংসদ ওম বিড়লা জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার এবিষয়টি দেখছে ৷ কিশোরটিকে ফেরাতে যথাযথ স্তরে আলোচনা চালানো হচ্ছে বলেও জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details