পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India-China : উসকানিমূলক পদক্ষেপের জন্যই শান্তি বিঘ্নিত, চিনকে জবাব বিদেশমন্ত্রকের - ভারত-চিন

সম্প্রতি চিনের বিদেশমন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে চিন-ভারত দ্বন্দ্ব ৷ পূর্ব লাদাখে এলএসি-তে চিন অস্ত্রশস্ত্র, প্রচুর সেনা মোতায়েনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, আর এর ফলে ওই অঞ্চলের শান্তি বিঘ্নিত হচ্ছে ৷

চিন-ভারত সীমান্তে
চিন-ভারত সীমান্তে

By

Published : Oct 1, 2021, 12:18 PM IST

Updated : Oct 1, 2021, 12:44 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর : চিনের বিপুল সংখ্যক সেনা মোতায়েন সমেত বেশ কিছু পদক্ষেপের জন্য পূর্ব লাদাখের (Eastern Ladakh) লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (Line of Actual Control) বা এলএসি জুড়ে শান্তি বিঘ্নিত হচ্ছে ৷ জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র (MEA's spokesperson) অরিন্দম বাগচি (Arindam Bagchi) ৷ বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে বেজিংয়ের অভিযোগ খারিজ করে কড়া জবাব দেন তিনি ৷

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র (Chinese Foreign Ministry Spokesperson) হুয়া চুনইংগ (Hua Chunying) দাবি করেছেন ভারত এলএসি পেরিয়ে আগে চিনে ঢুকেছে ৷ আর এজন্যেই চিন-ভারত সীমান্ত ফের উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এর জবাবে অরিন্দম বাগচি বলেন, "বেজিং সীমান্তবর্তী অঞ্চলে বিশাল সংখ্যক সৈন্যবাহিনী মোতায়েন করে এবং সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে দখল করার প্রক্রিয়া চালিয়ে গিয়েছে ৷ এর প্রতিক্রিয়ায় ভারতীয় সামরিক বাহিনীকে 'যথোপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থার পদক্ষেপ' করতে হয়েছে ৷

29 সেপ্টেম্বর হুয়া ভারতের দখলদারির অভিযোগ তোলে ৷ এই দাবিকে খণ্ডন করে অরিন্দম বাগচি বলেন, "সীমান্তবর্তী অঞ্চলে চিনের আচরণ উসকানিমূলক ৷ দু'দেশের মধ্যে সব দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে স্থিতাবস্থা ভাঙার একতরফা চেষ্টা চালিয়েছে চিন ৷" এর ফলে ভারতের সীমান্তবর্তী অঞ্চলকে সুরক্ষিত রাখতে ভারতীয় সেনাবাহিনীকেও প্রয়োজন মাফিক সামরিক ব্যবস্থা নিতে হয়েছে, জানান ভারতের মুখপাত্র ৷

আরও পড়ুন : India-China : সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে সংঘাত চলবে, মত সেনাপ্রধানের

গালওয়ানে (Galwan Valley) দু'দেশের সেনা হাতাহাতির ঘটনার পর এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ দু'দেশের সামরিক ও রাজনৈতিক স্তরে একের পর এক বৈঠক হয়েছে ৷ গত মাসে বিতর্কিত প্যানগং লেক (Pangong lake) অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত ও চিন ৷ কিন্তু ভারত-চিন সীমান্তের পূর্ব লাদাখে উত্তেজনা এখনও রয়ে গিয়েছে ৷

এই মাসের শুরুতে চিনের বিদেশ মন্ত্রী (Chinese foreign minister) ওয়াং ই (Wang Yi) এবং ভারতের বিদেশ মন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্করের (S Jaishankar) মধ্যে বৈঠক হয় ৷ সেই সময় চিনের বিদেশমন্ত্রী বলেন, "চিনের দিক থেকে দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রোটোকল পুরোপুরি মেনে পূর্ব লাদাখের এলএসি সংক্রান্ত বাকি বিষয়গুলির দ্রুত সমাধানে কাজ করা হবে ৷" চিনের বিদেশ মন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করেন অরিন্দম বাগচি ৷ এসসিও বা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation, SCO) চলাকালীন দুই বিদেশমন্ত্রী মধ্যে সাক্ষাৎ হয় ৷

Last Updated : Oct 1, 2021, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details