পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরির পথে চিন, চিন্তায় ভারত - তিব্বতের মেডগ কাউন্টি অঞ্চলের এই বাঁধ

দক্ষিণ এশিয়ার অধিকাংশ জল-সরবরাহ উৎসের উপর নিয়ন্ত্রণ রাখার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন ৷ নতুন সংযোজন ব্রহ্মপুত্র নদের হিমালয় থেকে ভারতে প্রবেশের সংযোগস্থলে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরির পরিকল্পনা ৷ এর ফলে ব্রহ্মপুত্র নদ নিয়ে ভারত-চিন তিক্ততা আরও বাড়বে আর ধ্বংস হবে স্থানীয় বাস্তুতন্ত্র ৷ দুশ্চিন্তায় ভারত তথা বিশ্বের তাবড় পরিবেশবিদরা ৷

তিব্বতে ইয়ারলং সাংপো
তিব্বতে ইয়ারলং সাংপো

By

Published : Apr 11, 2021, 2:11 PM IST

নিউ দিল্লি, 11 এপ্রিল: তিনগুণ বিদ্যুৎ উৎপাদন করতে তিব্বতের বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চিন ৷ আর সেটি হবে বিশ্বের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ৷ হিমালয় থেকে ভারতে ঢোকার সংযোগস্থলে ব্রহ্মপুত্র নদের সেই অংশে তৈরি হবে বাঁধটি ৷ স্বভাবতই সুপার পাওয়ার চিনের এমন সিদ্ধান্তে ঘুম উড়েছে প্রতিবেশী দেশ ভারত-সহ বিশ্বের পরিবেশবিদদের ৷

তিব্বতে ব্রহ্মপুত্র ইয়ারলং সাংপো নামে পরিচিত ৷ আরও দুটি প্রজেক্টের পরিকল্পনা রয়েছে এই নদীর উপর ৷ আর ছ'টি বাঁধের কাজ চলছে ৷

বর্তমানে মধ্য চিনের ইয়াংসি নদীতে থ্রি জর্জেস ড্যাম যে পরিমাণ বিদ্য়ুৎ উৎপাদন করে, তাকে ছাপিয়ে যাবে তিব্বতের মেডগ কাউন্টি অঞ্চলের এই বাঁধ ৷ থ্রি জর্জেস ড্যাম প্রতি বছর তিরিশ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুতের জোগান দিতে পারে ৷ চিনের 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মার্চে দেশের শীর্ষ আইনি আধিকারিকরা এই পরিকল্পনাকে ছাড়পত্র দেয় ৷

গত বছরের অক্টোবরে তিব্বতের আঞ্চলিক সরকার চিনের হাইড্রোইলেকট্রিক প্রজেক্টে বিশেষজ্ঞ 'পাওয়ার চায়না' নামের একটি পাবলিক নির্মাণ সংস্থার সঙ্গে 'স্ট্র্যাটেজিক কো-অপারেশন এগ্রিমেন্ট' চুক্তিতে সই করেছে ৷

আরও পড়ুন: শুরু টিকা উৎসব, প্রতিষেধকের খামতি নিয়ে উঠছে প্রশ্ন

পরিকল্পনার ক্ষতিকারক প্রভাব

জীবাশ্ম জ্বালানির বিকল্প হবে বাঁধে উৎপন্ন বিদ্যুৎ, তাই তা পরিবেশবান্ধব ৷ এমন যুক্তি দিলেও চিনের থ্রি জর্জেস বাঁধ তৈরি হওয়ার সময় 14 লক্ষ স্থানীয় বাসিন্দাদের ভিটেছাড়া হতে হয়েছিল 1994 থেকে 2012 সালের মধ্যো ৷

সংশ্লিষ্ট অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ ৷ তা ছাড়া এখানকার বাস্তুতন্ত্র বৈচিত্রময় ৷ বাঁধ তৈরি হলে নদীর অন্য অঞ্চল থেকে এখানে বিভিন্ন মাছেদের আসা, বর্ষায় সময় জলপ্রবাহে মাটি পুষ্টিকরণ প্রক্রিয়া সবটাই ক্ষতিগ্রস্ত হবে, জানালেন স্টিমসন সেন্টারের ডিরেক্টর মার্কিন পরিবেশ বিশেষজ্ঞ ব্রায়ান আয়লার ৷

তিব্বতের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী ওই অঞ্চলে বাঁধ তৈরি হলে ধ্বংস হবে প্রাকৃতিক ভারসাম্য, হারিয়ে যাবে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, আশঙ্কা তিব্বতের নির্বাসনে থাকা সরকারের এক প্রতিনিধির ৷ আর অনেকেই আবারও তাঁদের পূর্বসূরিদের বসবাসস্থল ছেড়ে যেতে বাধ্য় হবেন ৷ আর সে জায়গায় স্থায়ী আবাস গড়ে তুলবে চিনের হান সম্প্রদায়ের কর্মীরা ৷

'জল যুদ্ধ'

এই প্রজেক্টের সঙ্গে জড়িত ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদ ব্রহ্মপুত্র, তাই দুশ্চিন্তায় ভারত ৷ বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার অধিকাংশ জলসরবরাহের উৎসের উপরে কড়া নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিনের কমিউনিস্ট পার্টি ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ ব্রহ্ম চিলানির মতে, ভূমিকম্প প্রবণ ওই এলাকা নদীর নিম্নভাগের দিকে থাকা বাসিন্দাদের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে ৷

চিনের বাঁধ তৈরির চেষ্টার প্রতিক্রিয়ায় ব্রহ্মপুত্রের জল ধরে রাখতে ভারতও ওই নদের উপরে আরেকটি বাঁধ তৈরির পরিকল্পনা করছে ৷

তবে মার্কিন বুদ্বিজীবী ব্রায়ান আয়লারের কথায়, ‘'এই সুপার-ড্যাম তৈরি আর তার ভবিষ্য়ৎ নিয়ে চিনের সঙ্গে আলোচনা করে সমাধানের রাস্তা বের করার জন্য এখনও অনেকটা সময় আছে ৷'’ সঙ্গে এও জানিয়েছেন যে, নদীর নিম্নধারায় এই বাঁধ তৈরি হলে ভারতের জন্য তা মোটেও ভালো হবে না ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details