পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত সীমান্তে মোতায়েন 90 শতাংশ সেনা বদল পিপলস লিবারেশন আর্মি’র

পূর্ব লাদাখে ভারত সীমান্তে বাহিনী পরিবর্তন করল পিপলস লিবারেশন আর্মি ৷ জানা গিয়েছে, হিমালয় অঞ্চলের ঠান্ডার জেরে তাদের 90 শতাংশ সেনাকেই পরিবর্তন করতে হয়েছে ৷

china-rotates-90-per-cent-troops-deployed-along-ladakh-sector-on-india-border
ভারত-চীন সীমান্ত মোতায়েন 90 শতাংশ সেনা বদল পিপলস লিবারেশন আর্মি’র

By

Published : Jun 6, 2021, 3:29 PM IST

নয়াদিল্লি, 6 জুন : ভারতের পূর্ব লাদাখ সীমান্তে মোতায়েন 90 শতাংশ সেনা বদল করল বেজিং ৷ তার বদলে চিনের হিন্টারল্যান্ড থেকে সমপরিমাণ বাহিনী লাদাখ সীমান্তে মোতায়েন করা হয়েছে ৷ সংবাদ সংস্থার সূত্রের এমনটাই জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, গত বছর করোনার জেরে লকডাউনের সময় থেকেই প্যাংগং লেকের কাছে ভারতীয় ভূখণ্ড জবরদখল করেছিল পিপলস লিবারেশন আর্মি ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ভারত ও চিনের সেনারা মুখোমুখি অবস্থান করছিল ৷ দু’তরফেই হতাহতের ঘটনা ঘটেছিল ৷ এমনকি যুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়েছিল এক সময়ে ৷ তবে, পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে দুই দেশ প্যাংগং লেকের দু’দিক থেকে বাহিনীকে প্রত্যাহার করতে সম্মত হয় ৷

প্রসঙ্গত, তার পর থেকেই লাদাখের পূর্ব সীমান্তে আরও কোনও তৎপরতা লক্ষ্য করা যায়নি ৷ কিন্তু, ভারতীয় ভূখণ্ড থেকে বাহিনী সরালেও, তাদের চিনের ফরওর্য়াড পোস্টেই রাখা হয়েছিল ৷ কিন্তু হিমালয়ের ঠান্ডায় এবার সেই বাহিনী বদল করতে বাধ্য হয়েছে বেজিং ৷ জানা গিয়েছে, হিমালয় অঞ্চলের অত্যাধিক ঠান্ডায় কাবু হয়ে পড়েছে লাল ফৌজের সদস্যরা ৷ তাই তাদের বদলে এবার নতুন বাহিনী নিয়ে আসা হয়েছে ৷ প্রায় 90 শতাংশ বাহিনীর সদস্যদের সেখানে বদলে ফেলা হয়েছে ৷

আরও পড়ুন : প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সমঝোতা ; সেনা সরাল ভারত-চিন

তবে এই বাহিনী বদল এখন থেকে চলছে না ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, প্যাংগং লেকের ধারে দুই দেশের বাহিনীর মুখোমুখি অবস্থানের সময়েও প্রায় রোজই বাহিনীর সদস্যদের বদল করা হত ৷

ABOUT THE AUTHOR

...view details