পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid Relapse Alert: আসন্ন শীতে কোভিডের ফিরে আসা রুখতে সতর্কতা জারি চিনে

Coronavirus Relapse Alert: গত অক্টোবরেও চিনে বেশ কয়েকজন কোভিডে আক্রান্ত হয়েছেন, হয়েছে মৃত্যুও ৷ আসন্ন শীতের মরশুমে কোভিডের ফিরে আসা রুখতে সতর্কতা জারি করা হল চিনে ৷

Coronavirus Relapse Alert
কোভিড-19

By PTI

Published : Nov 13, 2023, 5:40 PM IST

বেজিং, 13 নভেম্বর: আবার ফিরতে পারে কোভিড ! এমনই আশংকা থেকে কোনও রকম ঝুঁকি নিতে চায় না কোভিডের আঁতুড়ঘর চিন ৷ বর্তমান শীতের মরসুমে কোভিড-19 সংক্রমণের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সতর্কতা জারি করেছেন চিনা বিশেষজ্ঞরা ৷ বয়স্ক এবং দুর্বল জনগোষ্ঠীকে কোভিড টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা ৷

চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (চাইনিজ সিডিসি) দেখায় যে, অক্টোবরে সারা দেশে মোট 209টি নতুন গুরুতর কোভিড-19-এ আক্রান্তের ঘটনা এবং 24 জনের কোভিড-19-এ মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ যার মধ্যে প্রচলিত স্ট্রেনগুলি সবই এক্সবিবি ভ্যারিয়েন্ট ৷ সোমবার সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে ।

চিনের শীর্ষ শ্বাসযন্ত্রের রোগ বিশেষজ্ঞ ঝং নানশান শীতকালে কোভিড-19-এর সামান্য বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করে বয়স্ক এবং দুর্বল জনগোষ্ঠীকে যত তাড়াতাড়ি সম্ভব টিকা নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন ৷ রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস এই খবর জানিয়েছে ।

শেনজেনের থার্ড পিপলস হাসপাতালের প্রধান লু হংঝু দ্য ডেইলিকে বলেছেন, একদিকে ভাইরাসটি মিউটেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর একদিকে সাধারণ জনগণের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হ্রাস পাচ্ছে, কারণ তাদের অ্যান্টিবডির মাত্রা কমতে থাকে । লু-এর মতে, শীতের মরশুমে কোভিড-19-এর ঘটনা বাড়তে পারে । এছাড়াও, শরৎ এবং শীতকাল উচ্চ ইনফ্লুয়েঞ্জার হারের জন্য পরিচিত ৷ তাই নাগরিকদের সম্ভাব্য সহ-সংক্রমণের বিষয়েও সতর্ক হওয়া উচিত বলে জানিয়েছেন লু । যদিও শীতের মরশুমে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন অব্যাহত রাখা প্রয়োজন, তবে এটি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই বলে মত লু-র ।

চিনের ইউহানে 2019 এর শেষের দিকে আবির্ভূত হয়েছিল করোনাভাইরাস, তা একটি বিশাল অতিমারিতে পরিণত হয়ে ছড়িয়ে পড়ে ৷ সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় কোভিডে আক্রান্ত হয়ে ৷ আরও লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল। চিনের বিরুদ্ধে নানা মহলের অভিযোগ যে, ইউহানের একটি বায়ো-ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছিল । বিশ্ব যখন করোনাভাইরাসটির দ্রুত-উত্থানশীল রূপগুলির সঙ্গে লড়াই করছে, তখন চিন বিদেশ থেকে বিমান পরিবেষা নিষিদ্ধ বা সীমাবদ্ধ করে বাকি বিশ্বের থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছে । স্বদেশে, চিন সাংহাই-সহ বিভিন্ন শহরের পর্যায়ক্রমিক ভাবে লকডাউন করতে হয়েছিল, যার অর্থনীতিকে মারাত্মক প্রভাব করেছিল ।

সে কথা মাথায় রেখেই কোভিডের পুনরুজ্জীবন রুখতে সরকারের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এখনও ধীর গতিতে এটি রয়ে গিয়েছে । শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে, কোভিড-19 সংক্রমণের ঝুঁকি ছাড়াও, সাম্প্রতিক সপ্তাহগুলিতে মাইকোপ্লাজমা নিউমোনিয়া নিউমোনিয়া (এমপিপি) এবং ইনফ্লুয়েঞ্জার প্রচুর ঘটনা ঘটেছে ৷ গ্লোবাল টাইমস জানিয়েছে, পরবর্তী বসন্তকাল পর্যন্ত একাধিক শ্বাসযন্ত্রের প্যাথোজেনের মিশ্র সংক্রমণ সম্পর্কে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. কোভিড টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসায় নোবেল জয় 2 বিজ্ঞানীর
  2. কোভিডের নয়া প্রজাতি পিরোলা নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

ABOUT THE AUTHOR

...view details