দিল্লি, 22 ফেব্রুয়ারি : গালওয়ান ভ্য়ালি নিয়ে প্রশ্ন করায় 3 ব্লগারকে গ্রেপ্তার করল চিন সরকার। তাঁদের মধ্য়ে একজন ইনভেস্টটিগেটিভ জার্নালিস্ট। তাঁর নাম কুই জিমিং (38)।
গালওয়ান ভ্য়ালি নিয়ে প্রশ্ন করায় গ্রেপ্তার 3 চিনা ব্লগার - galwan
মৃতের সংখ্য়া নিয়ে প্রশ্ন করতেই গ্রেপ্তার করা হয় সাংবাদিক কুই জিমিংকে। সাংবাদিক ও ব্লগারদের নানজিং ও বেজিং থেকে গ্রেপ্তার করা হয়।
গতবছর ১৫ জুন গালওয়ান ভ্য়ালিতে চিন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্য়ে হাতাহাতি হয়। একটি ভিডিয়ো প্রকাশও হয়। এরপর গত শুক্রবার চিন সরকারের তরফে ৫ জন চিনা সেনা মারা যাওয়ার বিষয়টি প্রকাশ্য়ে আনা হয় এবং জানানো হয় একজন কমান্ডার ঘটনায় আহত হয়েছেন। এর পরেই প্রশ্ন করেন কুই জিমিং। মূলত মৃতের সংখ্য়া নিয়ে প্রশ্ন করেন তিনি। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল ওই ঘটনায় প্রায় ৪৫ জন চিনা সেনার মৃত্য়ু হয়েছে।
অন্য়দিকে আরও এক ব্লগার চিনা সরকারের কাছে প্রশ্ন করেছিল কেন মৃতের বিষয়টি প্রকাশ করতে আট মাস সময় নেওয়া হল? আর তার পরেই তাঁকেও গ্রেপ্তার করা হয়। ওই তিনজনকে নানজিং ও বেজিং থেকে গ্রেপ্তার করা হয়।