তেজপুর (অসম), 4 এপ্রিল: অরুণাচল প্রদেশের 11টি জায়গাকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করল চিন ৷ চিনের নাগরিক বিষয়ক মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ তালিকায় অরুণাচল প্রদেশের নদী, পাহাড়, জমি ও লোকালয়ও রয়েছে ৷ চিনা সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস এই খবর দিয়েছে ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়েছে সর্বত্র ৷
তবে এই প্রথম নয়, এর আগেও অরুণাচল প্রদেশের একাধিক জায়গা নিজেদের বলে দাবি করেছিল চিন ৷ এর আগে তারা এই ধরনের ঘোষণা দু’বার করেছিল ৷ প্রথমবার তারা 2017 সালে অরুণাচল প্রদেশের ছ’টি এলাকাকে নিজেদের বলে দাবি করে ৷ তার পর 2021 সালে আবার একই ধরনের দাবি তোলে ৷ সেবার তারা অরুণাচল প্রদেশের 15টি এলাকাকে নিজেদের অংশ বলে দাবি করে ৷ তার পর আবার 2023 এ একই দাবি তোলা হয় ৷ এবার নতুন 11টি জায়গার দাবি করা হয়েছে চিনের তরফে ৷
এবার তারা যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় অরুণচল প্রদেশের দু’টি স্থলভাগ রয়েছে ৷ দু’টি নদীও রয়েছে তালিকায় ৷ পাঁচটি পর্বতকেও ওই তালিকায় রেখেছে চিন ৷ আর রাখা হয়েছে দু’টি লোকালয়কে ৷ প্রতিটি জায়গারই চিনা ভাষায় নতুন করে নাম রাখা হয়েছে ৷ সেই জায়গাগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলে জানানো হয়েছে চিনের তরফে ৷