পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Philipp Ackermann Exclusive: অরুণাচল তাদের অবিচ্ছেদ্য অঙ্গ, চিনের দাবিকে 'আপত্তিকর' বলছেন নয়া জার্মান রাষ্ট্রদূত

প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই অরুণাচল ইস্যু নয়ে মুখ খুললেন এদেশে দায়িত্ব নেওয়া নবনির্বাচিত জার্মান রাষ্ট্রদূত ৷ প্রতিবেশী চিন অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ দাবি করায় তীব্র বিরোধিতা করলেন অ্যাকারম্যান ৷ একইসঙ্গে দেশের উত্তর সীমান্তের জটিলতা নিয়ে যথেষ্ট সচেতন, সেকথা জানালেন ইটিভি ভারতকে (Etv Bharat) ৷

By

Published : Aug 30, 2022, 10:33 PM IST

Etv Bharat
চিনের দাবিকে আপত্তিকর বলছেন নয়া জার্মান রাষ্ট্রদূত

নয়াদিল্লি, 30 অগস্ট: দায়িত্বগ্রহণের পর রাজধানী নয়াদিল্লিতে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারতে নিয়োজিত জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান (Philipp Ackermann) ৷ আর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই অরুণাচল ইস্যু নয়ে মুখ খুললেন এদেশে দায়িত্ব নেওয়া নবনির্বাচিত জার্মান রাষ্ট্রদূত ৷ প্রতিবেশী চিন, অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ দাবি করায় তীব্র বিরোধিতা করলেন অ্যাকারম্যান ৷ একইসঙ্গে দেশের উত্তর সীমান্তের জটিলতা নিয়ে তিনি যে যথেষ্ট সচেতন, সে কথাও জানালেন ইটিভি ভারতকে (Etv Bharat) ৷

ইটিভি ভারতকে অ্যাকারম্যান বলেন, "অরুণাচলকে তাদের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করছে চিন, যা ভীষণই আপত্তিজনক ৷ সবমিলিয়ে সীমান্তে চিনের শর্ত উল্লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত জটিল এবং কোনওমতেই বরদাস্ত করা যায় না ৷" যদিও ভারত-চিন (Indo-China Border) সীমান্তের জটিলতার সঙ্গে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়টিকে কোনওমতেই এক করার পক্ষপাতী নন অ্যাকারম্যান ৷

চিনের দাবিকে আপত্তিকর বলছেন নয়া জার্মান রাষ্ট্রদূত

জার্মান রাষ্ট্রদূত বলছেন দু'টো বিষয় বহুলাংশে পৃথক, এমনকী দু'টো বিষয়ের মধ্যে সাদৃশ্য খোঁজা বোকামি ৷ অ্যাকারম্য়ানের কথায়, "সীমান্তে চিনের সঙ্গে ভারতের যে খটমট লেগে রয়েছে তার সঙ্গে ইউক্রেনে যা ঘটছে তার কোনও সম্বন্ধ নেই ৷ ভারতের 20 শতাংশ অঞ্চলও চিনের অধীনস্থ নয় ৷ এমনকী তাদের অধীনস্থ এলাকাগুলিতে পদ্ধতিগতভাবে কোনও ধ্বংসকার্য চালায় না ৷"

আরও পড়ুন:অযাচিত চাপের বদলে শ্রীলঙ্কার প্রয়োজন সাহায্য, চিনা তরী নিয়ে তোপ দিল্লির

তবে ভারত-চিন সীমান্ত নিয়ে যে ঘোটালা, তা নিয়ে কূটনীতিগতভাবে জার্মানি কি সর্বস্তরে ভারতকে সমর্থন করে? সে দেশের রাষ্ট্রদূত এ বিষয়ে জানান, কিছু ক্ষেত্রে মতের অমিল থাকলেও প্রাথমিকভাবে দু'পক্ষ এক্ষেত্রে সহমত পোষণই করে ৷

ABOUT THE AUTHOR

...view details