নয়াদিল্লি, 30 অগস্ট: দায়িত্বগ্রহণের পর রাজধানী নয়াদিল্লিতে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারতে নিয়োজিত জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান (Philipp Ackermann) ৷ আর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই অরুণাচল ইস্যু নয়ে মুখ খুললেন এদেশে দায়িত্ব নেওয়া নবনির্বাচিত জার্মান রাষ্ট্রদূত ৷ প্রতিবেশী চিন, অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ দাবি করায় তীব্র বিরোধিতা করলেন অ্যাকারম্যান ৷ একইসঙ্গে দেশের উত্তর সীমান্তের জটিলতা নিয়ে তিনি যে যথেষ্ট সচেতন, সে কথাও জানালেন ইটিভি ভারতকে (Etv Bharat) ৷
ইটিভি ভারতকে অ্যাকারম্যান বলেন, "অরুণাচলকে তাদের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করছে চিন, যা ভীষণই আপত্তিজনক ৷ সবমিলিয়ে সীমান্তে চিনের শর্ত উল্লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত জটিল এবং কোনওমতেই বরদাস্ত করা যায় না ৷" যদিও ভারত-চিন (Indo-China Border) সীমান্তের জটিলতার সঙ্গে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়টিকে কোনওমতেই এক করার পক্ষপাতী নন অ্যাকারম্যান ৷