নয়াদিল্লি, 2 জানুয়ারি :একদিকে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ অন্যদিকে ক্রমাগত কমছে পারদ ৷ এই দুইয়ের কোপে নাজেহাল দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত ৷ বিশেষত দিন আনা দিন খাওয়া মানুষদের অবস্থা খুবই সংকটজনক ৷ প্রচণ্ড ঠান্ডায় অটোচালক, চা বিক্রেতা, চাকুরিজীবী মানুষকে শীতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে (Chilling Cold Wave in Delhi, Uttar Pradesh) ৷
কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন রাজধানীর বাসিন্দারা ৷ এমন দৃশ্য চোখে পড়বে শীতের রাতে, ভোরে ৷ নয়াদিল্লির রাম লীলায় এক অটোচালক জানালেন, হাতে তেমন একটা কাজকর্ম নেই ৷ তাই আগুনের পাশে বসে আগুন পোহাচ্ছেন ৷ অটোচালকের কথায়, "আমরা সকালবেলায় কাজে বেরিয়ে যাই ৷ নাইটকার্ফু চলছে বেশ কিছু জায়গায় ৷ তাই লোক হচ্ছে না ৷ খুব কুয়াশা আছে, এমনটা নয় ৷ কিন্তু প্রচণ্ড ঠান্ডা ৷"
আরও পড়ুন : Weather Forecast of Bengal : ঠান্ডার দাপট বাড়লেও শীতের স্থায়িত্ব নিয়ে দোটানায় হাওয়া অফিস
আবহাওয়া দফতর (India Meteorological Department, IMD) জানিয়েছে রবিবারও ঘন কুয়াশা থাকবে উত্তর প্রদেশে ৷ মুনিরকা অঞ্চলের এক বাসিন্দা বললেন, "ভীষণ ঠান্ডা ৷ আমরা আগুনের সামনে বসে নিজেদের গরম রাখার চেষ্টা করছি ৷ এটাই আমাদের একমাত্র সহায় ৷"