পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhopal Hospital Fire : ভোপালের হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু 4 শিশুর, 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস - মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের ভোপালে কমলা নেহেরু শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 শিশুর মৃত্যু হয়েছে ৷ আগুন লাগার ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

Fire Bhopal Hospital
ভোপালের হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত 4 শিশু

By

Published : Nov 9, 2021, 9:31 AM IST

Updated : Nov 9, 2021, 9:42 AM IST

ভোপাল, 9 নভেম্বর : মধ্যপ্রদেশের ভোপালে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার মধ্যরাতে ৷ ঘটনায় 4 শিশুর মৃত্যু হয় ৷ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ৷ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাজ্যের সরকারি হাসপাতাল কমলা নেহেরু শিশু হাসপাতালে ৷ ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

টুইট করে তিনি লেখেন, "হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখের ৷ আমি ঘটনার বিষয়ে বিশদে খোঁজ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি ৷ ঘটনার তদন্ত করবেন অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) এবং মেডিক্যাল শিক্ষা সচিব মহম্মদ সুলেমান ৷ "

মেডিক্যাল শিক্ষামন্ত্রী বিশ্বাস সারাং বলেন, "এখনও পর্যন্ত 4 জন শিশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ হাসপাতালের শিশু বিভাগে 40 জন শিশুর মধ্যে 36 শিশু সুরক্ষিত আছে ৷ মৃত শিশুদের বাবা-মাকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷" অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের বাইরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছন মন্ত্রী নিজেই ৷

আরও পড়ুন: শিশুদের ভ্যাকসিন দিতে এক কোটি 'জাইডাস ক্যাডিলা' কিনছে কেন্দ্র

ফতেগড় দমকল কেন্দ্রের আধিকারিক জুবের খান বলেন, "রাত 9টা নাগাদ হাসপাতালের তিনতলায় আগুন লাগে ৷ পরে তা শিশু বিভাগেও ছড়িয়ে পড়ে ৷ শর্টশার্কিট থেকেই আগুন লেগেছে মনে করা হচ্ছে ৷" হাসপাতাল ভর্তি থাকা শিশুদের বাবা-মা এবং পরিজনরা হাসপাতালের সামনে ভিড় জমান ৷ এখনও অনেক শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তাঁরা ৷

Last Updated : Nov 9, 2021, 9:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details