পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 4, 2021, 6:14 PM IST

ETV Bharat / bharat

এখনই শিশুদের করোনার টিকাকরণ সম্ভব নয়, আদালতে জানাল কেন্দ্র

দিল্লি হাইকোর্টে করোনার টিকাকরণ সংক্রান্ত একটি মামলা হয়েছে ৷ সেই মামলাতেই কেন্দ্রীয় সরকারের উত্তর জানতে চেয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ অনুযায়ী এদিন হলফনামা জমা দেয় কেন্দ্র ৷

এখনই শিশুদের করোনার টিকাকরণ সম্ভব নয়, আদালতে জানাল কেন্দ্র
এখনই শিশুদের করোনার টিকাকরণ সম্ভব নয়, আদালতে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, 4 জুন : ভারতে এখনই শিশুদের ভ্যাকসিন দেওয়া সম্ভব নয় ৷ শুক্রবার দিল্লি হাইকোর্টকে এই কথা জানাল কেন্দ্রীয় সরকার ৷ তারা জানিয়েছে, আপাতত শিশুদের উপর ভ্যাকসিনের ট্রায়াল শুরুর অনুমতি দেওয়া হয়েছে ৷ তা তিনটি পর্যায়ে হবে ৷ দেশে এখন 18 বছর বা তার বেশি বয়সীদের জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷

দিল্লি হাইকোর্টে করোনার টিকাকরণ সংক্রান্ত একটি মামলা হয়েছে ৷ যে মামলায় দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার আবেদন করা হয় ৷ কারণ, তাঁরা বোর্ডের পরীক্ষায় বসতে চলেছে ৷ সেই মামলাতেই কেন্দ্রীয় সরকারের উত্তর জানতে চেয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ অনুযায়ী এদিন হলফনামা জমা দেয় কেন্দ্র ৷ সেখানেই তারা নাবালকদের টিকা দেওয়া সংক্রান্ত এই বিষয়টি জানিয়েছে ৷

ওই মামলার শুনানি শুক্রবার হওয়ার কথা ছিল ৷ কিন্তু বেঞ্চ গঠিত না হওয়ায় মামলার শুনানি এদিন করা সম্ভব হয়নি ৷ শুনানি আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন :হিমবাহ গলে যাওয়া আটকাতে কমাতে হবে কার্বন কণা, বিশ্ব ব্যাঙ্কের গবেষণায় তথ্য

এদিকে যে বিষয়টি নিয়ে মামলা, সেই বোর্ড পরীক্ষা এবার আদৌ হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার চলতি মাসের প্রথম দিনই জানিয়েছিল যে এবার দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা হচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details