লখনউ, 18 জানুয়ারি: অবিশ্বাস্য হলেও সত্যি ! তেমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ৷ যোগীরাজ্যে একটি শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং তাকে কবর দিয়ে দেয় পরিবার ৷ কিন্তু পরে এক তান্ত্রিকের পরামর্শে কবর খুঁড়ে তিন বছরের শিশুকে বের করে আনা হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সঙ্গে সঙ্গে শিশুটিকে সৈয়দপুর মাহারি গ্রামের হাসপাতালে ভরতি করা হয় (A 3 years old child taken out of the grave on advice of a local tantric in Saidpur Mahari Uttar Pradesh) ৷ সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা জানান শিশুটির দেহে প্রাণ নেই ৷
সৈয়দপুর মাহারির বাসিন্দা পূজা ও সুনীল রাওয়াতের পুত্র অক্ষত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল ৷ শনিবার বিকেলে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ রবিবার পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক বিদ্যালয়ের পিছনের কবরস্থানে কবর দেয় ৷ ইতিমধ্যে, সোমবার রাতে সদ্য সন্তানহারা মা পূজা স্বপ্নে দেখেন, তাঁদের সন্তান বেঁচে আছে ৷ এরপর এক তান্ত্রিকের কাছে যান পূজা-সুনীল ৷ তাঁর কথায় বিশ্বাস করে সদস্যরা কবর খুঁড়ে শিশুটিকে তুলে আনেন ৷ সূত্রে জানা গিয়েছে, শিশুটির গা গরম ছিল ৷