পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dog Attack: আড়াই বছরের শিশুর ঘাড় কামড়ে ধরল কুকুর ! - Dog Fear

হায়দরাবাদ থেকে গুজরাত ৷ দিন দিন বেড়েই চলেছে কুকুরের আতঙ্ক ৷ এবার কুকুরের আক্রমণের শিকার আড়াই বছরের শিশু (Dog Attacked on a Child) ৷

Etv Bharat
আহত বাচ্চা

By

Published : Feb 26, 2023, 10:18 PM IST

রাজকোট (গুজরাত), 26 ফেব্রুয়ারি: গুজরাতে ফের কুকুরের আক্রমণে জখম শিশু (Dog Fear) ৷ এবার অকুস্থল রাজকোটের শাপার ভেরাভাল এক্সটেনশন ৷ সেখানে রবিবার আড়াই বছরের এক শিশুকে কামড়াল কুকুরে ৷ ক'দিন আগেই সুরাতের খাজোদ এলাকায় দুই বছরের এক বাচ্চা মেয়ের মৃত্যু হয় সারমেয়র কামড়ে ৷ এছাড়াও ভাদোদরার ওয়াঘোদিয়া এলাকায় কুকুরের আতঙ্কের কারণে লোকেরা রাস্তা দিয়ে যেতেই ভয় পাচ্ছেন ৷ এর মধ্যেই ফের রাজকোটের এই ঘটনায় ফের কুকুরের আতঙ্ক বাড়ল ৷

জানা গিয়েছে, বাচ্চাটির মাথা ও ঘাড়ের অংশে কামড়ে ধরেছিল কুকুরটি ৷ যন্ত্রণায় বাচ্চাটি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন কুকুরটিকে মেরে তাড়িয়ে তাকে উদ্ধার করে ৷ ঘটনার সময় আড়াই বছরের আরশাদ আনসারি নিজের বাড়ির কাছে খেলছিল বলে জানা গিয়েছে ৷ তখনই হঠাৎ কুকুরটি তাকে হামলা করে ৷ বাচ্চাটি লাফিয়ে উঠে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলেও ততক্ষণে কুকুরটি তার শরীরে দাঁত বসিয়ে ফেলে ৷ এরপর বাচ্চার কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা বেরিয়ে এসে দেখে কুকুরটা (Dog) বাচ্চাটিকে ধরে লাফালাফি করছে ৷ কুকুরটিকে তড়িঘড়ি মেরে তার মুখ থেকে বাচ্চাটিকে উদ্ধার করে ৷ ততক্ষণে বাচ্চাটি গুরুতর আহত হয়ে পড়েছে ৷ দ্রুত তাকে রাজকোট সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বর্তমানে সেখানেই বাচ্চাটি চিকিৎসাধীন রয়েছে ৷

এই বিষয়ে শিশুটির পরিবার জানায়, ঘটনার সময় আমরা বাড়ির দোতলায় ছিলাম ৷ জামাকাপড় পরিষ্কার করছিলাম ৷ তখন ও বাইরে খেলা করছিল ৷ সেই সময় নীচ থেকে আওয়াজ এল যে আপনার বাচ্চাকে কুকুরে কামড়েছে ৷ এরপর আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি ৷ প্রসঙ্গত, এর আগে সুরাতে একটি বাচ্চা মেয়েকে কুকুরে কামড়েছিল ৷ তার শরীরে কুকুরের 30টি কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছিল ৷ সেই ঘটনায় পরে বাচ্চাটির মৃত্য়ুও হয় ৷

আরও পড়ুন :কুকুর হইতে সাবধান! 4 বছরের খুদেকে খুবলে মারল পথ কুকুরের দল

ABOUT THE AUTHOR

...view details