পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Leopard Attack: একদিনে চিতাবাঘের হানায় মৃত 2, আতঙ্কে গৃহবন্দি গ্রামবাসীরা - চিতাবাঘের আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা

গুজরাতের গির সোমনাথ জেলার মাতানা গ্রামে দিন দিন বাড়ছে চিতাবাঘের আতঙ্ক ৷ গত 24 ঘণ্টায় ওই গ্রামে তিনজনকে আক্রমণ করেছে চিতাবাঘ । এতে দু'জনের মৃত্যু হয়েছে এবং একজন চিকিৎসাধীন ।

Etv Bharat
চিতাবাঘ

By

Published : Aug 16, 2023, 7:48 PM IST

গির সোমনাথ, 16 অগস্ট: 24 ঘণ্টার মধ্যে একই গ্রামে তিনজনের উপর হামলা চালাল চিতাবাঘ ৷ এর মধ্যে এক শিশু-সহ মৃত্যু হল 2 জনের ৷ সবমিলিয়ে চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছে গির সোমনাথ জেলার সূত্রপাদা তালুকের মাতানা গ্রাম ৷ মঙ্গলবার রাত দশটা নাগাদ চিতাবাঘটি দু'বছরের এক শিশুর উপর হামলা করে ৷ সেই রাতে ফের এক বৃদ্ধার উপর হামলা চালায় চিতাবাঘটি ৷ যিনি বর্তমানে চিকিৎসাধীন ৷ জানা গিয়েছে, বুধবার সকালে চিতাবাঘের আক্রমণের শিকার হয়ে মৃত্যু হয়েছে আরও এক বৃদ্ধের ৷

গতকাল রাতে চিতাবাঘটি 2 বছরের শিশুটিকে টেনে নিয়ে যায় ৷ খোঁজাখুঁজি শুরু হলে আখ ক্ষেতে শিশুটির দেহ পাওয়া যায় ৷ অন্যদিকে, বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় গতকালই সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের উপর চিতাবাঘটি হামলা চালায় ৷ তবে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে চলে এলে বৃদ্ধকে ছেড়ে চিতাবাঘটি পালিয়ে যায় ৷ ঘটনায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ ৷ আজ সকালে ফের এক বৃদ্ধকে আক্রমণ করে ৷ মাতানা গ্রামে 24 ঘণ্টায় তিনবার চিতার হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি বাড়ছে ক্ষোভ ৷ চিতাবাঘ ধরতে গ্রামে 8টি খাঁচা বসিয়েছে বন বিভাগ ।

এই বিষয়ে এক গ্রামবাসী বলেন, "চিতাবাঘের আক্রমণে গ্রামের মানুষ চরম বিপাকে পড়েছে ৷ এখন গ্রামের সকলেই ঘরে থেকে বেরোতে ভয় পাচ্ছে ৷ সেজন্য বন দফতরের কাছে আমাদের জরুরি দাবি ওই এলাকার সব চিতাবাঘকে খাঁচা বন্দি করতে হবে ৷"

চিতাবাঘ ধরতে পাতা হয়েছে খাঁচা

এই বিষয়ে রেঞ্জ ফরেস্ট অফিসার কেডি পম্পানিয়া বলেন, "গ্রামবাসীদের কাছ থেকে চিতাবাঘের আক্রমণের খবর পেয়ে বন দফতরের কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন । অনেক চেষ্টার পর তাঁরা শিশুটির দেহ উদ্ধার করতে সক্ষম হন । কিন্তু চিতাবাঘটিকে এখনও ধরা যায়নি ৷ বর্তমানে চারটি খাঁচা বসানো হয়েছে ৷ অন্যান্য এলাকা থেকেও চিতাবাঘ ধরতে 8টি খাঁচা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে । যাতে এই এলাকায় হিংস্র হয়ে ওঠা চিতাবাঘদের ধরা যায় ।"

গতরাতে চিতাবাঘের আক্রমণে দু'বছরের এক শিশুর মৃত্যুর পর ক্ষোভ প্রকাশ করে পরিবারের লোকজন । তাঁরা জানান, শিশুটি ক্ষণিকের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল এবং শিকারে বসে থাকা চিতাবাঘটি তাকে তখনই বনাঞ্চলে টেনে নিয়ে যায় । 4-5 ঘণ্টার পরিশ্রমের পর অবশেষে শিশুটির দেহ উদ্ধার করা হয় ।"

আরও পড়ুন : চিতাবাঘের হানায় মৃত্যু নাবালিকার, তিরুপতিতে আতঙ্ক

ABOUT THE AUTHOR

...view details