মুজফফরনগর, 11 নভেম্বর: চারটি পা নিয়ে জন্ম হল এক শিশুপুত্রের ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফফরনগরে ৷ তবে শ্বাসকষ্টের কারণে বর্তমানে নবজাতক মেরঠ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছে । সেখানে তার চিকিৎসা চলছে ৷ প্রয়োজনে অস্ত্রোপচারের পথে হাঁটার কথা ভাবছে চিকিৎসকেরা ৷
জানা গিয়েছে, সোমবার বিকেলে মনসুরপুরে বাড়িতেই এই শিশুটির জন্ম হয় ৷ শিশুটির চারটি পা থাকায় তা দেখে সকলে অবাক হয়ে যায় ৷ তবে প্রাথমিকভাবে পরিবার মনে করেছিল সবকিছু স্বাভাবিক রয়েছে ৷ কিন্তু জন্মের কয়েক ঘণ্টা পর ঘটে বিপত্তি ৷ শিশুটির হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় । পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে নিয়ে বেগরাজ মেডিক্যাল কলেজে যান ৷ সেখান থেকে চিকিৎসকরা নবজাতককে মেরঠ মেডিক্যাল কলেজে রেফার করেন ।
মেরঠ মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের প্রধান চিকিৎসক নবরতন গুপ্তা বলেন, "শিশুটির বাবার সঙ্গে কথা হয়েছে । তাতে জানা গিয়েছে, এটি তার চতুর্থ সন্তান ৷ এর আগে তিনটি কন্যা সন্তান রয়েছে তাঁর । বাড়িতে দাই মায়ের মাধ্যমে সবকটা শিশুর প্রসব করানো হয়েছে । পরিবারের সদস্যরা জানান, জন্মের পর নবজাতকের অবস্থা স্বাভাবিক ছিল । পরে তার শ্বাসকষ্ট শুরু হয় ।"
চিকিৎসক নবরতন গুপ্তা জানান, সদ্যোজাতকে যখন মেরঠ মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছিল তখন তার শ্বাসকষ্ট হচ্ছিল । তার চিকিৎসা চলছে । বর্তমানে তাকে নল দিয়ে দুধ দেওয়া হচ্ছে । তবে নবজাতকের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে । তাঁর কথায়, এই ঘটনায় দুটি শিশু একসঙ্গে জুড়ে রয়েছে ৷ এই ধরণের ঘটনা খুব বিরল ৷ যমজ সন্তান হওয়ার জটিলতা দেখা দেয় । একজন সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে ৷ অপরজন হয়নি ৷ তার কেবল হাত পা বিকশিত হয়েছে ৷
শিশুটির বাবা ইরফান জানান, তাঁর ইচ্ছা শিশুটি যেন চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে । মেডিক্যাল কলেজেই যেন নবজাতকের চিকিৎসা হয় । অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর অতিরিক্ত অঙ্গ অপসারণ করতে হবে বলে জানা গিয়েছে । এ বিষয়ে মেডিক্যাল কলেজের চিকিৎসকরা বলছেন, "শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে । অস্ত্রোপচারের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না । তার অবস্থা স্বাভাবিক হওয়ার পর অস্ত্রোপচার করা যাবে ।"
আরও পড়ুন:
- চিকিৎসক নেই, পাঁচ মাসের শিশুকে ওষুধের ওভারডোজ কম্পাউন্ডারের ! মৃত্যু ঘিরে তোলপাড়
- মায়ের সুস্বাস্থ্য থেকে শুরু করে সন্তানের বিকাশ পর্যন্ত গর্ভাবস্থায় মাখনা খাওয়া খুবই ভালো
- নাড়ি ছিন্ন করার আগেই শিশু বিক্রির রফা করছে হাসপাতাল, বিরাট পাচার চক্রের হদিশ হায়দরাবাদে