পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Child Born with Four Legs: মুজাফফরনগরে চারটি পা নিয়ে জন্ম শিশুর! হাসপাতালে চিকিৎসাধীন

মুজাফফরনগরে আজব ঘটনা ৷ চারটি পা নিয়ে জন্ম হল এক শিশুর ৷ জন্মের কয়েক ঘণ্টা পরই শ্বাসকষ্ট শুরু হয় তার ৷ মেরঠ মেডিক্যাল কলেজে ভরতি রয়েছে নবজাতক ।

Child Born with Four Legs
তিন হাত ও চার পা নিয়ে জন্ম শিশুর

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 3:53 PM IST

মুজফফরনগর, 11 নভেম্বর: চারটি পা নিয়ে জন্ম হল এক শিশুপুত্রের ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফফরনগরে ৷ তবে শ্বাসকষ্টের কারণে বর্তমানে নবজাতক মেরঠ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছে । সেখানে তার চিকিৎসা চলছে ৷ প্রয়োজনে অস্ত্রোপচারের পথে হাঁটার কথা ভাবছে চিকিৎসকেরা ৷

জানা গিয়েছে, সোমবার বিকেলে মনসুরপুরে বাড়িতেই এই শিশুটির জন্ম হয় ৷ শিশুটির চারটি পা থাকায় তা দেখে সকলে অবাক হয়ে যায় ৷ তবে প্রাথমিকভাবে পরিবার মনে করেছিল সবকিছু স্বাভাবিক রয়েছে ৷ কিন্তু জন্মের কয়েক ঘণ্টা পর ঘটে বিপত্তি ৷ শিশুটির হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় । পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে নিয়ে বেগরাজ মেডিক্যাল কলেজে যান ৷ সেখান থেকে চিকিৎসকরা নবজাতককে মেরঠ মেডিক্যাল কলেজে রেফার করেন ।

মেরঠ মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের প্রধান চিকিৎসক নবরতন গুপ্তা বলেন, "শিশুটির বাবার সঙ্গে কথা হয়েছে । তাতে জানা গিয়েছে, এটি তার চতুর্থ সন্তান ৷ এর আগে তিনটি কন্যা সন্তান রয়েছে তাঁর । বাড়িতে দাই মায়ের মাধ্যমে সবকটা শিশুর প্রসব করানো হয়েছে । পরিবারের সদস্যরা জানান, জন্মের পর নবজাতকের অবস্থা স্বাভাবিক ছিল । পরে তার শ্বাসকষ্ট শুরু হয় ।"

চিকিৎসক নবরতন গুপ্তা জানান, সদ্যোজাতকে যখন মেরঠ মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছিল তখন তার শ্বাসকষ্ট হচ্ছিল । তার চিকিৎসা চলছে । বর্তমানে তাকে নল দিয়ে দুধ দেওয়া হচ্ছে । তবে নবজাতকের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে । তাঁর কথায়, এই ঘটনায় দুটি শিশু একসঙ্গে জুড়ে রয়েছে ৷ এই ধরণের ঘটনা খুব বিরল ৷ যমজ সন্তান হওয়ার জটিলতা দেখা দেয় । একজন সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে ৷ অপরজন হয়নি ৷ তার কেবল হাত পা বিকশিত হয়েছে ৷

শিশুটির বাবা ইরফান জানান, তাঁর ইচ্ছা শিশুটি যেন চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে । মেডিক্যাল কলেজেই যেন নবজাতকের চিকিৎসা হয় । অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর অতিরিক্ত অঙ্গ অপসারণ করতে হবে বলে জানা গিয়েছে । এ বিষয়ে মেডিক্যাল কলেজের চিকিৎসকরা বলছেন, "শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে । অস্ত্রোপচারের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না । তার অবস্থা স্বাভাবিক হওয়ার পর অস্ত্রোপচার করা যাবে ।"

আরও পড়ুন:

  1. চিকিৎসক নেই, পাঁচ মাসের শিশুকে ওষুধের ওভারডোজ কম্পাউন্ডারের ! মৃত্যু ঘিরে তোলপাড়
  2. মায়ের সুস্বাস্থ্য থেকে শুরু করে সন্তানের বিকাশ পর্যন্ত গর্ভাবস্থায় মাখনা খাওয়া খুবই ভালো
  3. নাড়ি ছিন্ন করার আগেই শিশু বিক্রির রফা করছে হাসপাতাল, বিরাট পাচার চক্রের হদিশ হায়দরাবাদে

ABOUT THE AUTHOR

...view details