ভেলোর, 30 মে: জীবন গেলে তবে সরকারের হুঁশ ফেরে ! সম্প্রতি ভেলোরের একটি মর্মান্তিক ঘটনা রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ৷ সেখানে রাস্তার অবস্থা খারাপ থাকায় সাপে কামাড়ানো শিশুর প্রাণ বাঁচাতে 10 কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছতে হয়েছিল মা-বাবাকে ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ৷ শিশুটির মৃত্যু হয়েছে ৷ তবে এখানেই শেষ নয়, ময়নাতদন্তের পর দেহ নিয়ে বাড়ি ফেরার সময় আবার কয়েক কিলোমিটার পথ হেঁটেই ফিরতে হয়েছে ৷ ঘটনার পর অবশ্য টনক নড়েছে সরকারের ৷ সেখানকার কালেক্টর ওই পরিবাবরের সঙ্গে দেখা করে দ্রুত রাস্তা করার আশ্বাস দিয়েছেন ৷
জানা গিয়েছে, ঘটনাটি ভেলোর জেলার অ্যালেরি গ্রামের ৷ শুক্রবার সেখানে দেড় বছরের শিশু ধনুষ্কা তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির বাইরে ঘুমোচ্ছিল ৷ সেই অবস্থায় পাশের জঙ্গল থেকে এসে সাপ তাকে কামড়ে দেয় । শিশুটি ব্যাথায় কাঁদতে শুরু করলে তার মা বাবা ঘুম থেকে উঠে পড়ে ৷ তারা দেখে শিশুটিকে সাপে কামড়েছে ৷ সঙ্গে সঙ্গে ধনুষ্কার বাবা ভিজি এবং মা প্রিয়া তাকে ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবেন । কিন্তু যাবেন কী করে রাস্তার হাল বেহাল ৷ গাড়ি বা অ্যাম্বুলেন্স তো ঢোকার জো নেই ৷ অগত্যা তাদের হেঁটেই শিশুটিকে কোলে নিতে রওনা দিতে হয় হাসপাতালের উদ্দেশে ৷
আরও পড়ুন:অমানবিক ছবি ! অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে এলেন বাবা, ঘটনায় নিন্দার ঝড়
তাদের বাড়ি থেকে হাসপাতালের পথ 10 কিলোমিটারের ৷ কাঁচা রাস্তার অবস্থাও বেহাল । ফলে তাদের হাসপাতালে পৌঁছতে অনেকটা সময় লেগে যায় । সেই পথ পেরিয়ে হাসপাতালে যেতে যেতে সাপের বিষ শিশুটির সারা শরীরে ছড়িয়ে পড়ে ৷ তার জেরে মৃত্যু হয় শিশুটির ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ধনুষ্কাকে মৃত ঘোষণা করেন ৷