পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stray Dogs Attack: 24 ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বার! হায়দরাবাদে ফের পথ কুকুরের আক্রমণের শিকার শিশু

ফের পথ কুকুরের আক্রমণ ৷ 24 ঘন্টা কাটতে না-কাটতেই পথ কুকুরের আক্রমণে আক্রান্ত পাঁচ বছরের এক শিশু (Dog Attacks 5 Years Old Boy) ৷ তাকে গুরুতর অবস্থায় ভরতি করা হয়েছে স্থানায় হাসপাতালে ৷

Stray Dogs Attack Child
ফের পথ কুকুরের আক্রমণের শিকার শিশু

By

Published : Feb 22, 2023, 7:38 PM IST

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি:24 ঘণ্টা যেতে না-যেতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি ৷ পথ কুকুরের আক্রমণে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি বছর পাঁচেকের খুদে ৷ রবিবার রাস্তার হিংস্র কুকুরদের আক্রমণে হায়দরাবাদে প্রাণ হারায় 4 বছরের একটি শিশু। যে খবরটি সামনে আসে মঙ্গবার ৷ ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে শিশুর মৃত্যু দেখে সকলেই হতবাক হয়ে গিয়েছে ৷ সোমবার নিজামের শহরে ফের একদল পথ কুকুরের আক্রমণে 5 বছরের এক শিশু আহত হওয়ার খবর সামনে এসেছে (Child Attacked by Stray Dogs in Hyderabad) ৷

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে হায়দরাবাদের চৈতন্যপুরী এলাকার মারুতিনগর কলোনিতে খেলা করছিল পাঁচ বছরের ঋষি ৷ সেই সময় রাস্তার একদল কুকুর ঋষির ওপর হামলা করে ৷ কুকুরের কামড়ে রাস্তায় শুয়ে পড়ে ঋষি ৷ সেইসময় কুকুরগুলি শিশুটিকে ঘিরে ধরে ৷ কুকুরের কামড়ে রক্ত বের হতে থাকে শিশুটির শরীর থেকে ৷ তার চিৎকার শুনে বাবা-মা এবং আশেপাশের বাসিন্দারা তড়েঘড়ি এসে কুকুরগুলোকে তাড়িয়ে দেয় ৷ ঋষিকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি স্থানীয় পৌরসভা। এর আগেও এমন ঘটনা একাধিকবার ঘটেছে ৷ ঋষির মায়ের বক্তব্য, "এলাকার কিছু নির্দিষ্ট বাসিন্দারা এই কুকুরগুলিকে খাওয়ান। সেই কারণেই ওদের দিনদিন সাহস বেড়ে যাচ্ছে ৷" রবিবার একইভাবে আমেরপেট এলাকায় কুকুরের মুখে পড়ে যায় 4 বছরের একটি শিশু। তিন পথ কুকুরের আক্রমণে প্রাণ যায় শিশুটির।

আরও পড়ুন:গা শিউরে ওঠা ঘটনা! গুজরাতে সাত বছরের মেয়ের গাল কামড়ে নিল সারমেয়, ভাইরাল ভিডিয়ো

শিশুটির উপর কুকুরের হামলার সিসিটিভি ফুটেজটি তারপর প্রকাশ্যে আসে। দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওপ 4 বছরের শিশুটি। আচমকা তাকে ঘিরে ধরে কয়েকটি কুকুর ৷ ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে শিশুটি। কিন্তু, পিছু ছাড়েনি কুকুরগুলো। একসময় শিশুটি রাস্তায় পড়ে যায়। তখন তাকে কামড়ের পর কামড় বসায় কুকুরগুলি। ছেলের কান্না শুনে বাবা গঙ্গাধর দৌড়ে এসে কুকুরগুলোকে তাড়ালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে একরত্তির।

ABOUT THE AUTHOR

...view details