কলকাতা, 18 ফেব্রুয়ারি : প্রস্তাবিত তাজপুর বন্দর নিয়ে আদানি গোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary Helds Meeting with Adani Group on Tajpur port) ৷ সংবাদ সংস্থা পিটিআই’র খবর অনুযায়ী, বৃহস্পতিবার তাজপুরের গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা হয় দু’পক্ষের ৷ সূত্রের খবর, তাজপুর বন্দর তৈরির জন্য যে টেন্ডার দেওয়ার সময়সীমা ছিল, তা বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয় রাজ্যের মুখ্যসচিবের ৷
গত 15 ফেব্রুয়ারি তাজপুর বন্দর তৈরির টেন্ডার জমা করার শেষ তারিখ ছিল ৷ সেই সময়সীমা বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আদানি গোষ্ঠীর তরফে জানতে চাওয়া হয় ৷ সূত্রের খবর, আদানি গোষ্ঠী তাজপুর বন্দর তৈরিতে ইচ্ছুক ৷ তাই রাজ্য সরকারের কাছে টেন্ডার জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখানে আবেদন করা হয়েছে ৷ এ নিয়ে নবান্নের এক বিশেষ সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, ‘‘মুখ্যসচিব রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রস্তাবিত তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে (Chief Secretary Hari krishna Dwivedi Helds Meeting with Adani Group) ৷ যেখানে টেন্ডার জমা করার শেষ তারিখ পিছিয়ে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ বৈঠকে আদানি গ্রুপের একজন শীর্ষ অধিকর্তা উপস্থিত ছিলেন ৷’’
আরও পড়ুন : Mamata-Adani Meeting : নবান্নে গৌতম আদানির ছেলের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর