পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

WB Govt Meeting With Adani : প্রস্তাবিত তাজপুর বন্দর নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক মুখ্যসচিবের - Chief Secretary Helds Meeting with Adani Group on Tajpur port

প্রস্তাবিত তাজপুর বন্দর তৈরির টেন্ডার জমা দেওয়ার সময়সীমা বাড়ানো নিয়ে নবান্নে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ যে বৈঠকের অংশ ছিল আদানি গোষ্ঠী (Chief Secretary Helds Meeting with Adani Group on Tajpur port) ৷ ভারত তথা এশিয়ার সবচেয়ে বড় শিল্পগোষ্ঠীর প্রতিনিধির এই বৈঠকে উপস্থিত থাকা ভীষণই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

chief-secretary-hari-krishna-dwivedi-helds-meeting-with-adani-group
chief-secretary-hari-krishna-dwivedi-helds-meeting-with-adani-group

By

Published : Feb 18, 2022, 3:59 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : প্রস্তাবিত তাজপুর বন্দর নিয়ে আদানি গোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary Helds Meeting with Adani Group on Tajpur port) ৷ সংবাদ সংস্থা পিটিআই’র খবর অনুযায়ী, বৃহস্পতিবার তাজপুরের গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা হয় দু’পক্ষের ৷ সূত্রের খবর, তাজপুর বন্দর তৈরির জন্য যে টেন্ডার দেওয়ার সময়সীমা ছিল, তা বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয় রাজ্যের মুখ্যসচিবের ৷

গত 15 ফেব্রুয়ারি তাজপুর বন্দর তৈরির টেন্ডার জমা করার শেষ তারিখ ছিল ৷ সেই সময়সীমা বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আদানি গোষ্ঠীর তরফে জানতে চাওয়া হয় ৷ সূত্রের খবর, আদানি গোষ্ঠী তাজপুর বন্দর তৈরিতে ইচ্ছুক ৷ তাই রাজ্য সরকারের কাছে টেন্ডার জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখানে আবেদন করা হয়েছে ৷ এ নিয়ে নবান্নের এক বিশেষ সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, ‘‘মুখ্যসচিব রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রস্তাবিত তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে (Chief Secretary Hari krishna Dwivedi Helds Meeting with Adani Group) ৷ যেখানে টেন্ডার জমা করার শেষ তারিখ পিছিয়ে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ বৈঠকে আদানি গ্রুপের একজন শীর্ষ অধিকর্তা উপস্থিত ছিলেন ৷’’

আরও পড়ুন : Mamata-Adani Meeting : নবান্নে গৌতম আদানির ছেলের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

এর আগে আদানি পোর্টস অ্যান্ড সিইজ় লিমিটেড গ্রুপের সিইও করণ আদানি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন ৷ এমনকি তাঁর সঙ্গে দেখাও করতে আসেন নবান্নে ৷ তখন থেকেই একটা জল্পনা তৈরি হয়েছিল ৷ সেখানে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করা নিয়ে দু’জনের আলোচনা হয় বলে নবান্ন সূত্রে খবর ৷

আরও পড়ুন : Adani Mamata meeting : নবান্নে মমতা-গৌতম বৈঠক, রাজ্যে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী

এই বৈঠক আরও বেশি করে গুরুত্ব পাচ্ছে, কারণ আর দু’মাস পরেই রাজ্যে বিশ্ব বাণিজ্য সম্মেলন বসতে চলেছে ৷ তার আগে ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠীর শীর্ষস্তর থেকে সরাসরি সরকারের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত এই আলোচনা যথেষ্ঠ অর্থবহ বলে মত শিল্পমহলের ৷ এমনকি গতবছর ডিসেম্বর আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি নিজে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details