অযোধ্যা, 2 জানুয়ারি: লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচকদের পরাজয় নিশ্চিত। জণগনের সমর্থন নিয়ে আবারও বিজেপি ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। তিনি 'সব কা সাথ, সব কা বিকাশ'-এর পথে চলছেন। তাঁর বিরোধীরা দেশের জণগনকে নিয়ে আগ্রহী নয়। তাদের লক্ষ্য প্রধানমন্ত্রীর সমালোচনা করে ক্ষমতায় আসা। সেটা হওয়ার নয়। এই ভাষাতেই মোদি বিরোধী শিবিরকে সোমবার রাতে আক্রমণ করলেন রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্রনাথ দাস।
এমনিতেই লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে রাজনৈতিক মহলে চর্চার অন্ত নেই। অনেকেই মনে করছে 22 জানুয়ারি মন্দির উদ্বোধনের মাধ্যমে হিন্দুদের আবারও কাছে টানতে চাইছে বিজেপি। বিরোধীরাও এই প্রসঙ্গে গেরুয়া শিবিরকে লাগাতার আক্রমণ করে চলেছে। এবার পালটা বিজেপি বিরোধী শিবিরকে কড়া আক্রমণ করলেন রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত।