পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

General Bipin Rawat Dies in Helicopter Crash : কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত - CDS Bipin Rawat

দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ মোট 14 জন সেনা আধিকারিক ৷

General Bipin Rawat Dies
দূর্ঘটনায় মৃত সেনাপ্রধান বিপিন রাওয়াত

By

Published : Dec 8, 2021, 6:10 PM IST

Updated : Dec 8, 2021, 8:34 PM IST

কোয়েম্বাটোর, 8 ডিসেম্বর : কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ কয়েকজন পদস্থ সেনা আধিকারিক (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷

দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সেনাপ্রধানের স্ত্রী মধুলিকা রাওয়াতও ৷ চপারে সওয়ার 14 জনের 13 জনেরই মৃত্যু হয়েছে ৷ কপ্টারের সওয়ারীদের মধ্যে একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ চপারের থাকা যাত্রীদের দেহ ঝলসে যাওয়ায় তাঁদের ডিএনএ পরীক্ষা করা হয় ৷ ভেঙে পড়ার পরেই চপারটিতে আগুন ধরে যায় ৷ উদ্ধারকারী দলের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত চপার থেকে দেহ উদ্ধারে হাত লাগান স্থানীয়রা ৷

কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত

আরও পড়ুন : Military Chopper Crash in Tamil Nadu : চপার দুর্ঘটনা ইস্যুতে তড়িঘড়ি নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠক, কাল সংসদে বিবৃতি রাজনাথের

ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে (DSSC) স্টাফ কোর্সের ফ্যাকাল্টি এবং শিক্ষানবীশ অফিসারদের কোর্স সম্পর্কিত বক্তৃতা দিতে যাচ্ছিলেন রাওয়াত ৷ কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তামিলনাড়ুর কুন্নুরের কাছে কপ্টারটি ভেঙে পড়ে ৷ এর পরেই প্রধানমন্ত্রীকে দুর্ঘটনার বিবরণ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তারপর নয়াদিল্লিতে বিপিন রাওয়াতের বাসভবনে যান তিনি ৷ কারণ সেখানে ছিলেন রাওয়াতের কন্যা ৷ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাপ্রধান এমএম নারাভানে ৷ তাঁরা সেনা সর্বাধিনায়কের মেয়ের সঙ্গে কথা বলেন ৷ এরপরেই তড়িঘড়ি সন্ধে সাড়ে 6টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠক ডাকা হয় ৷ প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাপ্রধান এমএম নারাভানে ৷

তবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকের ঠিক আগেই অর্থাৎ সন্ধে 6টা নাগাদ ভারতীয় বায়ুসেনা টুইট করে সস্ত্রীক সেনা সর্বাধিনায়কের মৃত্যুর খবর জানায় ৷ বায়ুসেনার পক্ষ থেকে রাওয়াতের মৃত্যুর খবর জানানো হয় ৷ টুইটারে লেখা হয় , "গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত এবং কপ্টারে থাকা আরও 11 জন দুর্ঘটনায় মারা গিয়েছেন ।"

দেশের প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, ‘‘জেনারেল বিপিন রাওয়াত একজন অসামান্য সৈনিক ছিলেন । একজন সত্যিকারের দেশপ্রেমিক, তিনি আমাদের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা যন্ত্রের আধুনিকায়নে ব্যাপক অবদান রেখেছেন । কৌশলগত বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী । তাঁর মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে । ওম শান্তি ।’’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘‘দেশের জন্য অত্যন্ত দুঃখজনক দিন ৷ আমরা আমাদের সিডিএস, জেনারেল বিপিন রাওয়াতকে একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়েছি । তিনি ছিলেন সাহসী সৈনিকদের মধ্যে অন্যতম, যিনি পরম নিষ্ঠার সঙ্গে মাতৃভূমির সেবা করেছেন । তাঁর অবদান এবং প্রতিশ্রুতি ভাষায় প্রকাশ করা যাবে না । আমি গভীরভাবে ব্যথিত ।’’

জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "জেনারেল রাওয়াত অত্যন্ত নিষ্ঠা এবং সাহসের সঙ্গে দেশের সেবা করেছেন ৷ দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক হিসেবে সেনাবাহিনীকে একত্রিত করেছিলেন তিনি ৷"

Last Updated : Dec 8, 2021, 8:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details