কোয়েম্বাটোর, 8 ডিসেম্বর : কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ কয়েকজন পদস্থ সেনা আধিকারিক (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷
দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সেনাপ্রধানের স্ত্রী মধুলিকা রাওয়াতও ৷ চপারে সওয়ার 14 জনের 13 জনেরই মৃত্যু হয়েছে ৷ কপ্টারের সওয়ারীদের মধ্যে একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ চপারের থাকা যাত্রীদের দেহ ঝলসে যাওয়ায় তাঁদের ডিএনএ পরীক্ষা করা হয় ৷ ভেঙে পড়ার পরেই চপারটিতে আগুন ধরে যায় ৷ উদ্ধারকারী দলের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত চপার থেকে দেহ উদ্ধারে হাত লাগান স্থানীয়রা ৷
ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে (DSSC) স্টাফ কোর্সের ফ্যাকাল্টি এবং শিক্ষানবীশ অফিসারদের কোর্স সম্পর্কিত বক্তৃতা দিতে যাচ্ছিলেন রাওয়াত ৷ কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তামিলনাড়ুর কুন্নুরের কাছে কপ্টারটি ভেঙে পড়ে ৷ এর পরেই প্রধানমন্ত্রীকে দুর্ঘটনার বিবরণ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তারপর নয়াদিল্লিতে বিপিন রাওয়াতের বাসভবনে যান তিনি ৷ কারণ সেখানে ছিলেন রাওয়াতের কন্যা ৷ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাপ্রধান এমএম নারাভানে ৷ তাঁরা সেনা সর্বাধিনায়কের মেয়ের সঙ্গে কথা বলেন ৷ এরপরেই তড়িঘড়ি সন্ধে সাড়ে 6টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠক ডাকা হয় ৷ প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাপ্রধান এমএম নারাভানে ৷