নয়াদিল্লি, 15 জুন: রাষ্ট্রপতি নির্বাচনে রণকৌশল ঠিক করতে আজ নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৈঠকে বসতে চলেছে বিজেপি বিরোধী দলগুলি (TRS AAP Skip Opposition Meet)৷ রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি 2024-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিরোধীদের জোটবদ্ধ করার প্রচেষ্টাও থাকবে এই বৈঠকে ৷ তবে সেই বৈঠকে কংগ্রেস থাকায় তীব্র আপত্তি জানিয়েছে তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ৷ সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও সাফ জানিয়ে দিয়েছেন যে, তাঁর দল এই বৈঠকে যোগ দিচ্ছে না ৷ বিরোধীদের এই বৈঠকে গরহাজির থাকছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও (Opposition Meet called by Mamata Banerjee)৷
আজ সকালে টিআরএস-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "কংগ্রেসের সঙ্গে কোনও রকম প্ল্যাটফর্ম শেয়ারের কোনও প্রশ্নই ওঠে না ৷" রাহুল গান্ধির তীব্র সমালোচনা করে সেই বিবৃতিতে বলা হয়েছে যে, তাদের আপত্তি সত্ত্বেও এই বৈঠকে কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে (Presidential Election 2022)৷ বিবৃতিতে দাবি করা হয়েছে, "সম্প্রতি তেলাঙ্গানার একটি জনসভায় বিজেপির বিরুদ্ধে একটিও শব্দ খরচ না করে টিআরএস সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধি ৷" বিজেপির সঙ্গে কংগ্রেসের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেই বিবৃতিতে (TRS Skips Opposition Meet)৷
বিরোধী বৈঠকে না যাওয়ার আরও কারণের সম্পর্কে জানিয়ে বিবৃতিতে টিআরএস লিখেছে, "বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী তুলে ধরার প্রক্রিয়ার সঙ্গে টিআরএস জড়িত নয় ৷ এ ক্ষেত্রে প্রার্থীকে আগেই বেছে নেওয়া হয়েছে, প্রার্থীর মত নিয়ে নেওয়া হয়েছে ৷ তারপর এই বৈঠক ডাকা হয়েছে ৷ কেন এ ভাবে এটা করা হল ? আগে বৈঠক ডেকে, ঐক্যমত্যে এসে, প্রার্থীর সম্মতি নিয়ে, তারপর বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা - এটাই পদ্ধতি হওয়া উচিত ছিল ৷" টিআরএস-এর সূত্রে দাবি করা হয়েছে যে, অনেক গুরুত্বপূর্ণ নেতাই এই বৈঠকে অনুপস্থিত থাকবেন ৷