নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর : পদত্যাগের পথে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Chief Minister Amarinder Singh to resign) ৷ সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে ৷ এই খবর সামনে আসতেই স্বাভাবিক ভাবে হইচই পড়ে গিয়েছে পঞ্জাবের (Punjab) রাজনীতিতে ৷
আরও পড়ুন :Nitin Gadkari : ইউটিউবে বক্তৃতা দিয়ে বাজিমাত, মাসে 4 লাখ টাকা আয় করছেন গড়করি
ওই সূত্র জানাচ্ছে যে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia gandhi) সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন ৷ তিনি জানিয়েছেন যে, দলে তিনি অসম্মানিত হচ্ছেন ৷ তাই তিনি পদত্যাগ করতে চান ৷
প্রসঙ্গত, আজ শনিবার সন্ধ্যাতেই কংগ্রেস (Congress) হাইকমান্ড পঞ্জাবে বিধায়কদের বৈঠক ডেকেছেন ৷ সেখানে অমরিন্দর সিংকে পদত্যাগ করার প্রস্তাব দেওযা হতে পারে বলে ওই সূত্র জানাচ্ছে ৷ সূত্রের দাবি, নতুন কোনও নেতাকে ভোটের আগে পঞ্জাবের মসনদে বসাতে চায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ আর সেটা আঁচ করেই আগেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলেন অমরিন্দর সিং ৷
আরও পড়ুন :Shorts Controversy : শর্টস পরে পরীক্ষাকেন্দ্রে, পর্দায় ছাত্রীর পা ঢেকে পরীক্ষা দেওয়ালেন পরীক্ষক
এখানে উল্লেখ করা প্রয়োজন যে পঞ্জাব কংগ্রেসে বেশ কিছুদিন ধরেই গোলমাল চলছে ৷ পরের বছর সেখানে বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই অন্তর্কলহ স্বাভাবিকভাবে রাহুল গান্ধি (Rahul Gandhi), সোনিয়া গান্ধিদের কপালে চিন্তার ভাঁজ চওড়া করছিল ৷ এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে পঞ্জাবের প্রদেশ সভাপতি পরিবর্তন করে কংগ্রেস ৷ দায়িত্ব দেওয়া নভজ্যোত সিং সিধুকে (Navjot Singh Sidhu) ৷
তার পর অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে বলে অভিযোগ ৷ সেই সূত্রে অমরিন্দর সিংকে সরাতে সিধুর অনুগামীরা কোমর বেঁধে নেমেছে বলে অভিযোগ ৷ হাইকমান্ডের কাছে সিধু অনুগামী বিধায়কদের একটি অংশ চিঠি দিয়েছে বলে সূত্রের খবর ৷ অমরিন্দরকে সরিয়ে দেওয়া হলে সেই জায়গায় মুখ্যমন্ত্রী হতে পারেন সুনীল জাখর (Sunil Jakhar) ৷ তিনি পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷
আরও পড়ুন :Kunal Ghosh :অভিষেক-কুণালের বিরুদ্ধে মামলার নোটিস পাঠাল ত্রিপুরার খোয়াই থানা