নয়াদিল্লি, 20 জুলাই: সরকার ব্যবস্থা না-নিলে সুপ্রিম কোর্ট নিজে থেকে পদক্ষেপ করবে বলে জানালেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ বুধবার মণিপুরে দুই তরুণীকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ তাতে তোলাপাড় দেশ ৷ এই বিতর্কিত ভিডিয়ো প্রসঙ্গে মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ৷
বৃহস্পতিবার আদালতের কাজ শুরু হতেই কড়া অবস্থান নিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তিনি জানালেন, দুই তরুণীর এই ভিডিয়োটি তাঁকে গভীরভাবে আহত করেছে ৷ ভিডিয়োটি 'একেবারেই গ্রহণযোগ্য নয়' বলে আখ্যা দেন দেশের প্রধান বিচারপতি ৷ তিনি কেন্দ্রীয় সরকার এবং মণিপুর সরকারকে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকার এবং মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এই ভিডিয়োর বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন, তাও জানাতে হবে সর্বোচ্চ আদালতে ৷ এদিন এমনই নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ৷
আরও পড়ুন: মণিপুরে মহিলাদের হেনস্তা, প্রধানমন্ত্রীকে তোপ রাহুল-প্রিয়াঙ্কা-মহুয়া-কেজরিওয়ালের
প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চের সদস্য বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি মনোজ মিশ্র কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, "মণিপুরের এই ভিডিয়োর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সরকারকে খুব সামান্য সময় দেব ৷ যদি সেখানে কিছু না হয়, তাহলে আমরা নিজেরাই পদক্ষেপ করব ৷"
ইতিমধ্যে মণিপুর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে ৷ প্রসঙ্গত, গত 3 মে থেকে জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্যটি ৷ বুধবার সামাজিকমাধ্যমে মণিপুরের দুই তরুণীর নগ্ন অবস্থায় হাঁটার ভিডিয়োটি ছড়িয়ে পড়ে ৷ তবে ঘটনাটি ঘটেছিল মে মাসের 4 তারিখ ৷ অর্থাৎ মণিপুরের হিংসার ঘটনা শুরুর একেবারে প্রথম দিকে ৷ এদিকে আজ সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে ৷
আরও পড়ুন: 'মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য', বাদল অধিবেশনের আগে বার্তা মোদির
মণিপুর হিংসাত্মক হয়ে ওঠার মূলে রয়েছে মেইতি ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষ ৷ এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে একশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ মেইতি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার বিরোধিতা করে কুকি গোষ্ঠী ৷ মেইতি গোষ্ঠীর মানুষের বসবাস প্রধানত মণিপুরের উপত্যকা এলাকায় ৷ এদিকে কুকি গোষ্ঠী পাহাড়ি এলাকায় থাকে ৷