পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের শুনানির সরাসরি সম্প্রচারের পক্ষে দেশের প্রধান বিচারপতি

এক সময় তিনিও সাংবাদিক ছিলেন ৷ বৃহস্পতিবার একথা বললেন প্রধান বিচারপতি এন ভি রামানা ৷ সুপ্রিম কোর্টের শুনানির ভার্চুয়াল সম্প্রচারের ক্ষেত্রে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যাতে সেখানে ঢোকার অনুমতি পান, সেই সংক্রান্ত একটি ব্য়বস্থাপনার সূচনা উপলক্ষে একথা বলেন তিনি ৷

Chief Justice of India is in favor of live coverage of the Supreme Court hearing
সুপ্রিম কোর্টের শুনানির সরাসরি সম্প্রচারের পক্ষে দেশের প্রধান বিচারপতি

By

Published : May 13, 2021, 8:18 PM IST

নয়াদিল্লি, 13 মে :শীর্ষ আদালতের শুনানির সরাসরি সম্প্রচারের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন তিনি ৷ বৃহস্পতিবার এমনই জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা ৷ তবে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ করার আগে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতির সহমত হওয়া দরকার ছিল বলেও জানান তিনি ৷

সুপ্রিম কোর্টের শুনানির ভার্চুয়াল সম্প্রচারের ক্ষেত্রে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যাতে সেখানে ঢোকার অনুমতি পান, সেই সংক্রান্ত একটি ব্য়বস্থাপনার সূচনা উপলক্ষে এই কথা বলেন প্রধান বিচারপতি ৷

এদিনের অনুষ্ঠানে বক্তব্য় পেশের সময় অতীতের দিনগুলিতে ফিরে যান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷ যখন তিনি নিজেও একজন সাংবাদিক ছিলেন ৷ সেই সময় তিনি জানতে পারেন, খবর সংগ্রহ করতে গিয়ে কত প্রতিকূলতার সামনে পড়তে হয় সংবাদমাধ্যমকে ৷ আদালত সংক্রান্ত বিভিন্ন খবরের জন্য সাংবাদিকদের যে ভীষণভাবে আইনজীবীদের উপর নির্ভরশীল হতে হয়, সেটাও সেই সময়েই উপলব্ধি করেন তিনি ৷

আরও পড়ুন :পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষা দিতে নির্দেশ জারির পথে সুপ্রিম কোর্ট

আর এই কারণেই দেশের বর্তমান প্রধান বিচারপতি মনে করেন, এমন একটা ব্যবস্থাপনা থাকা দরকার, যার মাধ্যমে সংবাদমাধ্যমও সরাসরি শুনানির সাক্ষী থাকতে পারে ৷ এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘‘একটা সময় আমিও সাংবাদিকের কাজ করেছি ৷ তখন আমাদের গাড়ি বা মোটরবাইক থাকত না ৷ আমাদের বাসে চড়ে খবর করতে যেতে হত ৷ কারণ, আমাদের উপর নির্দেশ থাকত, আমরা যেন কোনও অনুষ্ঠানের উদ্য়োক্তাদের কাছ থেকে যাতায়াতের জন্য গাড়ি না নিই ৷’’

ABOUT THE AUTHOR

...view details