পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'ইওর অনার'-এ না দেশের প্রধান বিচারপতির - এস এ বোবদে

প্রধান বিচারপতি উল্লেখ করেন, আমেরিকার সুপ্রিম কোর্টে যে শব্দ ব্যবহার তা ভারতীয় আদালতে হতে পারে না । 'ইওর অনার' শব্দ আদতে অনুপযুক্ত বলে তিনি উল্লেখ করেন । পাশাপাশি বলেন, সম্মান প্রদর্শনের জন্য সাধারণ কথা বললেই হবে ।

ইওর অনার সম্বোধনে আপত্তি দেশের প্রধান বিচারপতির
ইওর অনার সম্বোধনে আপত্তি দেশের প্রধান বিচারপতির

By

Published : Feb 24, 2021, 12:09 PM IST

দিল্লি, 24 ফেব্রুয়ারি : সম্বোধনের ক্ষেত্রে 'ইওর অনার' শব্দের ব্যবহারে অসম্মতি দেশের প্রধান বিচারপতির । আইনের এক পড়ুয়া এই সম্বোধন করায় তাঁকে বাধা দিলেন প্রধান বিচারপতি এস এ বোবদে । মনে করালেন এটা ভারতীয় আদালত ।

আদালত কক্ষ তখন গমগম করছে । একদিকে রয়েছেন বিচারপতি । অন্যদিকে মামলাকারী ও আইনজীবীরা । দেশের প্রধান বিচারপতি বলে কথা । তাঁকে তো সম্মান প্রদর্শন করতে হবে । সেই সম্মান প্রদর্শন থেকে আইনের এক পড়ুয়া প্রধান বিচারপতিকে বলে উঠলেন, "ইওর অনার" । সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দিলেন প্রধান বিচারপতি এস এ বোবদে । বললেন, "এটা কোনও আমেরিকার সুপ্রিম কোর্ট নয় । আর আমরা ম্যাজিস্ট্রেটও নই ।" নিজের ভুল বুঝতে পারলেও ওই পড়ুয়া পাল্টা বলেন, "এমন কোনও বিশেষ আইন নেই যার দ্বারা আইনজীবীরা বিচারপতিদের সম্বোধন করতে পারবেন "। প্রধান বিচারপতি ও বিচারপতি এ এস বোপান্না এবং ভি রামাসুব্রহ্মণ্যম পাল্টা বলেন, "যাই হোক না কেন, দয়া করে অনুপযুক্ত শব্দ ব্যবহার করবেন না । হয়ত আইন নেই । কিন্তু এটা আদালতের বিষয়" ।

আরও পড়ুন :ষড়যন্ত্র! গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট

আসলে আইনের ওই পড়ুয়া অপরাধমূলক বিচারব্যবস্থার পরিকাঠামো আরও শক্তিশালী করার আবেদন জানিয়েছিলেন শীর্ষ আদালতে । সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, এই সংক্রান্ত একটি মামলা আগে থেকেই রয়েছে । তার শুনানিতে বিচারব্যস্থার পরিকাঠামো শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে । এই বিষয়ে তিনি জানেন কিনা তা নিয়ে আইনের পড়ুয়াকে জিজ্ঞাসা করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । সেই বিষয়ে জবাব না দেওয়ায় পুনরায় আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় তাঁকে । বলা হয়, এরপর থেকে তিনি যেন নিজেকে তৈরি করে আদালতে আসেন ।

আরও পড়ুন :সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন নেপালের প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতি এই প্রথমবার 'ইওর অনার' সম্বোধনে অসম্মতি জানালেন তা নয় । এর আগে 2014 সালে সুপ্রিম কোর্টে এই বিষয় উত্থাপন করা হয় । 'মাই লর্ড', 'ইওর লর্ডশিপ', 'ইওর অনার' বলার প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন তৎকালীন বিচারপতি । উল্লেখযোগ্যভাবে ওইদিন এস এ বোবদেও আদালত কক্ষে উপস্থিত ছিলেন । এর আগে শীর্ষ আদালতে এই সংক্রান্ত বহু মামলা দায়ের হয়েছে । 'ঔপনিবেশিক অভ্যাস'-এর শেষ হওয়া প্রয়োজন বলে অনেকে উল্লেখ করেছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details