পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CJI over Same Sex Marriage: 'পুরোপুরি নারী বা পুরুষ, জীববিজ্ঞান এটা বলে না', মন্তব্য প্রধান বিচারপতির - Same Sex Marriage recognition Latest News

আজ সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির মামলার শুনানি হয় সর্বোচ্চ আদালতে ৷ সেখানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এর শুনানি করছে ৷ গতকাল কেন্দ্রীয় সরকার এর বিরোধিতা করে আদালতে হলফনামা দিয়েছে ৷

Same Sex Marriage
ডি ওয়াই চন্দ্রচূড়

By

Published : Apr 18, 2023, 1:52 PM IST

Updated : Apr 18, 2023, 4:21 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল: পুরোপুরি পুরুষ এবং পুরোপুরি নারী- জীববিজ্ঞানে এমন কোনও ধারণা নেই ৷ জীববিজ্ঞান এমনটা বলে না ৷ সোমবার সমলিঙ্গ বিবাহের বৈধতা বা আইনি স্বীকৃতি সম্পর্কিত মামলায় এই ঐতিহাসিক মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ এদিন মামলায় কেন্দ্রীয় সরকার আদালতে হলফনামা জমা দিয়েছে ৷ তাতে বিজেপি সরকার জানিয়েছে, সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেওয়ার দাবি শুধুমাত্র শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি ৷

সমলিঙ্গ বিবাহের আইনি বৈধতা চেয়ে একগুচ্ছ আবেদন জমা পড়েছে সর্বোচ্চ আদালতে ৷ সেই মামলায় সর্বোচ্চ আদালত কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল ৷ কেন্দ্র বরাবরই এর বিরোধিতা করে এসেছে ৷ সোমবারও বিজেপি সরকার জানায়, আদালত যেন সমলিঙ্গ বিয়েকে আইনি স্বীকৃতি দিয়ে 'নতুন সামাজিক প্রতিষ্ঠান' তৈরির চেষ্টা না-করে ৷ এই বিষয়টি সংসদের উপর ছেড়ে দিক ৷ মানুষই ঠিক করবে এই অন্য ধরনের বিয়ে সামাজিক ও ধর্মের দিক দিয়ে গ্রহণযোগ্য কি না ৷

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ এই বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমহা ৷ প্রবীণ আইনজীবী কপিল সিবাল জানান, এই মামলায় রাষ্ট্রের অভিমত জানা দরকার ৷ এর উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলার শুনানির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন । সাংবিধানিক বেঞ্চের কাছে তিনি জানান, কেন্দ্র ইতিমধ্যেই প্রাথমিকভাবে এই আবেদনের বিরোধিতা করে একটি মামলা দায়ের করেছে ৷

এলজিবিটিকিউ+ গোষ্ঠীর আইনি অধিকার প্রসঙ্গে এসজি তুষার মেহতা জানান, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য আইনে 'ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট' রয়েছে ৷ তাতে তাঁদের অধিকারেই কোনও ফাঁক রাখা হয়নি । আর প্রশ্নটা সামাজিক-আইনি বৈধতাকে অনুমোদন দেওয়ার নয় ৷ আইন অনুযায়ী, এলজিবিটিকিউ+ ব্যক্তিদের বিরুদ্ধে কেউ কোনও বৈষম্যমূলক আচরণ করতে পারে না ৷ তাদের জন্য সংরক্ষণের সুবিধে রয়েছে ৷

আরও পড়ুন: সমকামী বিবাহের আইনি স্বীকৃতির মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

Last Updated : Apr 18, 2023, 4:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details