নয়াদিল্লি, 14 নভেম্বর : বিষাক্ত বাতাসে ঢেকে গিয়েছে রাজধানী । তার মধ্যেও দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছে । তা নিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে কার্যত বচসা বাধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার । দূষণের জন্য ফসলের গোড়া পোড়ানোকেই মূলত দায়ী করেন সলিসিটর জেনারেল, যার তীব্র বিরোধিতা করেন প্রধান বিচারপতি । তাতে কার কত ইংরেজি জ্ঞান, সেই প্রসঙ্গও উঠে আসে ৷
আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও দীপাবলিতে রাজধানীতে দেদার তাণ্ডব চলেছে বাজির ৷ তার পর পড়শিরাজ্যে ফসলের গোড়া পোড়ানোর ধোঁয়াও ঢুকে এসেছে ৷ তার জেরে ধোঁয়া এবং বিষাক্ত বাতাসে ঢেকে গিয়েছে গোটা দিল্লি ৷ এমন পরিস্থিতিতে শনিবার শীর্ষ আদালত কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয় ৷ প্রয়োজন দু’দিনের লকডাউন লকডাউন করা যায় কি না, তারও সুপারিশ করেন ৷
আরও পড়ুন:Sonu Sood : যাত্রা শুরু পঞ্জাব থেকেই, বোনকে রাজনীতিতে এগিয়ে দিলেন সোনু
সেই সময় কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল মেহতা জানান, পড়শি রাজ্যে কৃষকরা ফসলের গোড়া পোড়ানোতেই দূষণে ঢেকে গিয়েছে দিল্লি ৷ কিন্তু তাঁর এই যুক্তি মানতে চাননি প্রধান বিচারপতি রামানা ৷ তিনি বলেন, ‘‘ফসলের গোড়া পোড়ানো কিছুটা দায়ী মানছি ৷ কিন্তু দূষণের জন্য শুধু তাকে দায়ী করা ঠিক নয় ৷ যানবাহনের ধোঁয়া, বাজি, শিল্পবর্জ্য, ধুলো, এ সব আগে নিয়ন্ত্রণ করতে হবে ৷ বাজি এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কী কার্যকরী পদক্ষেপ করা হয়েছে ?’’