চিন্দওয়ারা, 18 ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইনস ডে-তে বাইক নিয়ে কেরামতি ৷ আর তারপর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ৷ তা পুলিশের নজরে আসতেই তড়িঘড়ি শুরু হল খানা তল্লাশি ৷ হ্যাঁ, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় এমনই ঘটনা ঘটেছে প্রেম দিবসে ৷ এক প্রেমিক তাঁর গার্লফ্রেন্ডকে বাইকের পিছনে বসিয়ে ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন ৷ ছিন্দওয়ারার সঙ্গে নাগপুরের সংযোগকারী জাতীয় সড়কে ওই তরুণ ও তাঁর সঙ্গী বাইকে স্টান্ট দেখাচ্ছিলেন ৷ জাতীয় সড়ক সবসময়ই ব্যস্ত থাকে ৷ কয়েকমাস আগে, শহরের পারাসিয়ায় একইরকম স্টান্ট দেখাচ্ছিলেন কয়েকজন তরুণ ৷ সেই ভিডিয়োটিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ৷ তবে পুলিশ এখনও পর্যন্ত তাদের চিহ্নিত করতে পারেনি (Madhya Pradesh Chhindwara bike stunt Valentines Day video) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের ইমলিখেড়া আন্ডারপাসে এইসব স্টান্টের কারসাজি চলছিল ৷ স্টান্টের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিষয়টি জানতে পারে পুলিশ ৷ তরুণ প্রেমিক হেলমেট পরেছিলেন ৷ কিন্তু বাইকআরোহীর গার্লফ্রেন্ডের মাথায় হেলমেট বা অন্য কোনও সুরক্ষা ব্যবস্থা ছিল না ৷ দিনে-দুপুরে সেই রাস্তায় শুধু বাইক চালাচ্ছিলেন না প্রেমিক, তিনি প্রেমিকাকে নিয়ে বাইকে স্টান্ট দেখাচ্ছিলেন ৷