পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bike Stunt in Chhindwara: জাতীয় সড়কে বাইক সওয়ারি প্রেমিক-প্রেমিকার অ্যাক্রোব্যাটিক স্কিল ! তদন্তে পুলিশ - বাইক নিয়ে কেরামতি

ভ্যালেন্টাইন্স ডে-র দিনে কী কী করতে পারেন প্রেমিক-প্রেমিকারা ? মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় জাতীয় সড়কে বাইকে সওয়ারি প্রেমিক ও তাঁর গার্লফ্রেন্ড এমন কিছু করলেন যা বেশ বিরল (bike stunts on the busy Chhindwara highway on Valentine's Day) ৷

Bike Stunt
বাইক স্টান্ট

By

Published : Feb 18, 2023, 3:09 PM IST

চিন্দওয়ারা, 18 ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইনস ডে-তে বাইক নিয়ে কেরামতি ৷ আর তারপর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ৷ তা পুলিশের নজরে আসতেই তড়িঘড়ি শুরু হল খানা তল্লাশি ৷ হ্যাঁ, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় এমনই ঘটনা ঘটেছে প্রেম দিবসে ৷ এক প্রেমিক তাঁর গার্লফ্রেন্ডকে বাইকের পিছনে বসিয়ে ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন ৷ ছিন্দওয়ারার সঙ্গে নাগপুরের সংযোগকারী জাতীয় সড়কে ওই তরুণ ও তাঁর সঙ্গী বাইকে স্টান্ট দেখাচ্ছিলেন ৷ জাতীয় সড়ক সবসময়ই ব্যস্ত থাকে ৷ কয়েকমাস আগে, শহরের পারাসিয়ায় একইরকম স্টান্ট দেখাচ্ছিলেন কয়েকজন তরুণ ৷ সেই ভিডিয়োটিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ৷ তবে পুলিশ এখনও পর্যন্ত তাদের চিহ্নিত করতে পারেনি (Madhya Pradesh Chhindwara bike stunt Valentines Day video) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের ইমলিখেড়া আন্ডারপাসে এইসব স্টান্টের কারসাজি চলছিল ৷ স্টান্টের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিষয়টি জানতে পারে পুলিশ ৷ তরুণ প্রেমিক হেলমেট পরেছিলেন ৷ কিন্তু বাইকআরোহীর গার্লফ্রেন্ডের মাথায় হেলমেট বা অন্য কোনও সুরক্ষা ব্যবস্থা ছিল না ৷ দিনে-দুপুরে সেই রাস্তায় শুধু বাইক চালাচ্ছিলেন না প্রেমিক, তিনি প্রেমিকাকে নিয়ে বাইকে স্টান্ট দেখাচ্ছিলেন ৷

ভিডিয়ো অনুযায়ী, তাঁরা দু'জনে বাইকে অ্যাক্রোবেটিক স্কিল দেখাচ্ছিলেন ৷ এমনকী প্রেমিক বাইকটিকে বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নানা ভঙ্গিতে গার্লফ্রেন্ডকে প্রোপোজ করছেন ৷ এদিকে চারদিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে ৷ বিপদের দিকে কোনও খেয়ালই ছিল না বাইকআরোহী স্টান্টম্যানের ৷ ভিডিয়োটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ৷ যা দেখে টনক নড়ে পুলিশের ৷ এবার প্রেমিক ও তাঁর গার্লফ্রেন্ডের সন্ধান করছে পুলিশ ৷ চিন্দওয়ারা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছে ৷

আরও পড়ুন:রেলট্র্যাকে শুয়ে মহিলা ! উপর দিয়ে গেল ডজনখানেক পণ্যবাহী ওয়াগন, দেখুন ভিডিয়ো

ব্যস্ত রাস্তায় এরকম স্টান্ট দেখানো ট্রাফিক আইন লঙ্ঘনকারী ৷ এছাড়া ওই যুগল তাঁদের ও অন্যদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিলেন ৷ পুলিশ আধিকারিক সুদেশ সিং বলেন, "জনসাধারণের কাছে আমার আবেদন ৷ তারা ব্যস্ত রাস্তায় এরকম স্টান্ট যেন না-দেখান ৷ ভিডিয়ো ফুটেজ দেখে আমরা ওই প্রেমিক যুগলকে ধরার চেষ্টা করছি ৷ মোটর ভেহিকলস অ্যাক্টের অধীনে কড়া পদক্ষেপ করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details