দান্তেওয়াড়া, 31 মে : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে নিহত হল এক মহিলা মাওবাদী । তার মাথার দাম রাখা হয়েছিল দু'লাখ টাকা । সোমবার পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয় ।
পুলিশ সুপার জানান, ভোরের দিকে মাওবাদী দমন অভিযানে বেরিয়ে ছিলেন নিরাপত্তারক্ষীরা । সাড়ে ছটা নাগাদ গীদাম থানা এলাকার গুমালনার গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই বাধে । সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর মাওবাদীরা পালিয়ে যায় ।