পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাও হামলায় ছত্তিশগড়ে শহিদ 22 জওয়ান, নিখোঁজ 21 - jawans killed in Naxal encounter

আজ সকালে পুরো বিষয়টি নিয়ে খোঁজ নিতে ছত্তিশগড়ের মুখ্য়মন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তারপরেই সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের ডিরেক্টর জেনেরাল কুলদীপ সিংকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে ওই এলাকা পর্যবেক্ষণ করতে বলেন ৷

chhattisgarh
ঘটনাস্থলের ছবি

By

Published : Apr 4, 2021, 12:44 PM IST

Updated : Apr 4, 2021, 2:04 PM IST

রাইপুর, 4 এপ্রিল : মাওবাদীদের গুলিতে শহিদ হলেন 22 জওয়ান ৷ ঘটনায় আরও 21 জওয়ান নিখোঁজ রয়েছেন ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ গতরাতে ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ৷ যেটা রাইপুর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে বলে জানা গিয়েছে ৷

আজ সকালে ছত্তিশগড় পুলিশের ডিরেক্টর জেনারেল পুরো ঘটনা জানিয়েছেন ৷ গতরাতেই ঘটনাস্থলে পাঁচ জওয়ান শহিদ হন ৷ আজ সকালে সেই সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে 22 ৷ প্রায় 23 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ গতকাল প্রায় 2000 নিরাপত্তারক্ষী মাওবাদীদের ধরতে অভিযান চালান ৷ ওই অভিযান চলে সুকমা ও বিজাপুর জেলায় ৷ দুপুর 12 নাগাদ আচমকা মাওবাদীরা গুলি চালাতে শুরু করে ৷ দীর্ঘক্ষণ দু‘পক্ষের মধ্য়ে গুলি বিনিময় চলে ৷ এই ঘটনায় কোনও মাওবাদী মারা গিয়েছে কিনা তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন- কয়লা পাচার কাণ্ডে আটক বাঁকুড়া থানার আইসি

আজ সকালে পুরো বিষয়টি নিয়ে খোঁজ নিতে ছত্তিশগড়ের মুখ্য়মন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তারপরেই সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের ডিরেক্টর জেনেরাল কুলদীপ সিংকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে ওই এলাকা পর্যবেক্ষণ করতে বলেন ৷

এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরা হয়েছে ৷ সেখানে তিনি বলেছেন, "কেন্দ্র-রাজ্য় মিলিয়ে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করব ৷ এবং আমরা জিতব ৷ "

এবিষয়ে আজ সকালে একটি টুইটও করেন অমিত শাহ ৷ তিনি সেখানে লেখেনে, " মাওবাদীদের গুলিতে যে সাহসী জওয়ানরা শহিদ হয়েছেন তাঁদের প্রতি আমি সম্মান জানাই ৷ গোটা জাতি তাঁদের কোনওদিন ভুলে যাবে না ৷ তাঁদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে ৷ "

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে শোক প্রকাশ করেছেন ৷ তিনি টুইটে লিখেছেন, "শহিদদের পরিবারের সদস্য়দের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ জওয়ানদের এই ত্য়াগ জাতি কোনওদিনও ভুলে যাবে না ৷"

Last Updated : Apr 4, 2021, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details