রায়পুর (ছত্তিশগড়), 30 মার্চ: ছত্তিশগড়ে এই বছরই হবে বিধানসভার নির্বাচন (Chhattisgarh Assembly Polls 2023) ৷ তাই এবার ওই রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু তার মধ্যেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে হিন্দি বলয়ের ওই রাজ্যের কয়েকজন বিধায়কের রাজনৈতিক অবস্থান ৷ যা তৈরি করছে নতুন রাজনৈতিক জল্পনা ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি ছত্তিশগড়েও বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, ততই বিধায়কদের দলবদলের ঘটনা দেখা যাবে ৷
কী হবে, সেই উত্তর তো সময়ের সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ৷ কিন্তু এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন ওই রাজ্যের তিন বিধায়ক ৷ যাঁদের মধ্যে একজন বহুজন সমাজ পার্টির (BSP MLA may Change Party) ৷ মায়াবতীর দলের বিধায়ক কেশব চন্দ্রকে এতদিন ঘোর কংগ্রেস বিরোধী বলেই চিনত ওই রাজ্যের রাজনৈতিক মহল ৷ একাধিকবার তাঁকে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতেও দেখা গিয়েছে ৷ সেই কেশবই এখন কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ ৷ সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে দেখা করেও সরকারের কিছু সিদ্ধান্তের বিষয়ে প্রশংসা করেছেন ৷
প্রবীণ সাংবাদিক ও রাজনীতিবিদ মৃগেন্দ্র পাণ্ডে জানিয়েছেন, কেশব বরাবর স্থানীয় বিষয় নিয়ে সরব হন ৷ তাই তাঁকে কংগ্রেসের বিরুদ্ধে বেশি সমালোচনা করতে দেখা যায় ৷ কিন্তু এবার তিনি কংগ্রেসের প্রশংসা করছেন ৷ আর বিজেপির সমালোচনা ৷ ফলে তাঁর বহেনজির পার্টি থেকে বেরিয়ে বাঘেলের হাত ধরার সম্ভাবনা প্রবল ৷