মুম্বই, 8 সেপ্টেম্বর: মহারাষ্ট্রের বাঘের নখ আনতে অক্টোবরে লন্ডনে যাচ্ছেন সে রাজ্যের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার ৷ মুম্বইয়ে ইটিভি ভারতকে এই তথ্য দিয়েছেন মন্ত্রী স্বয়ং । ছত্রপতি শিবাজী মহারাজের বিখ্যাত অস্ত্র ওয়াঘ নখে অক্টোবরেই লন্ডন থেকে মহারাষ্ট্রে আসছে । মুনগান্তিওয়ার বলেন, তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে এ বিষয়ে একটি চিঠি পেয়েছেন । উল্লেখ্য, বাঘের নখের এই অস্ত্র দিয়েই শিবাজী বিজাপুরের জেনারেল আফজল খানকে হত্যা করেছিলেন বলে জানা যায় ৷
ব্রিটেনের থেকে চিঠি: সুধীর মুনগান্তিওয়ার জানিয়েছেন যে, রাজ্য সরকার ছত্রপতি শিবাজী মহারাজের জগদম্বা তলোয়ার এবং সুপরিচিত ওয়াঘ নখে মহারাষ্ট্রে আনার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে চিঠি চালাচালি করেছে ৷ এই দুই অস্ত্র মারাঠি সাম্রাজ্যের ঐতিহাসিক আমানত এবং উত্তরাধিকার বলে মানা হয় । মারাঠাদের ইতিহাস গৌরবময়। ছত্রপতি শিবাজি মারাঠিদের প্রতিমূর্তি । মুনগান্তিওয়ার বলেন, "এই দেবতার অস্ত্র দুটি মহারাষ্ট্রে ফিরিয়ে আনলে মারাঠিদের আনন্দের আর সীমা থাকবে না ৷"
ওয়াঘ নখে বর্তমানে ব্রিটেনে: আফজাল খান ছত্রপতি শিবাজী মহারাজের হাতে নিহত হন । সে সময় ছত্রপতি বাঘের নখের অস্ত্র ব্যবহার করতেন । ব্রিটেন থেকে সেই অস্ত্র ফিরিয়ে আনতে চুক্তি করছে মহারাষ্ট্র সরকার । বাঘের নখের অস্ত্রটি বর্তমানে ব্রিটেনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে রয়েছে । অক্টোবর মাসে সেটি মহারাষ্ট্রে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার ।
শীঘ্রই লন্ডন থেকে মহারাষ্ট্রে ফিরছে শিবাজীর বাঘের নখ আফজল খান বধ:ইতিহাস বলছে, প্রতাপগড়ের পাদদেশে বিজাপুরের আদিলশাহী সর্দার ও শিবাজী মহারাজের মধ্যে সংঘর্ষ হয় ৷ শিবাজী মহারাজ আফজল খানকে হত্যা করেন । শিবাজী মহারাজ বাঘের নখ দিয়ে আফজাল খানকে হত্যা করেন বলে জানা যায় । আফজল খান, যিনি হাজার হাজার সৈন্য নিয়ে এসেছিলেন, তাঁকে মুষ্টিমেয় মাওয়ালদের সহায়তায় শিবাজী মহারাজের হাতে প্রাণ দিতে হয় ।
আরও পড়ুন:মার্কিন সংগ্রহশালায় ভারতের প্রাচীন ছবি ! চুরি যাওয়া সম্পদ ফেরাতে উদ্যোগী তামিলনাড়ু পুলিশ
একটি সূত্র জানিয়েছে যে, বাঘের নখের সেই হাতিয়ার ইতিহাসবিদ জেমস গ্রান্ট ডাফের থেকে পাওয়া গিয়েছে । সেই সব বর্তমানে ভিক্টোরিয়া ও অ্যালবার্ট যাদুঘরে রয়েছে এবং যাদুঘর তাদের ফিরিয়ে দিতে ইচ্ছা প্রকাশ করেছে । সূত্রের দাবি, "এই ইংল্যান্ড সফরের সময়, মন্ত্রীর নেতৃত্বে দলটি ওয়াঘ নখের প্রত্যাবর্তনের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে এবং শিবাজি সম্পর্কিত কোনও স্মারক আছে কি না, তা দেখতে অন্যান্য যাদুঘরগুলিও পরিদর্শন করবে ৷"
'ইটিভি ভারত'-এর কাছে মুনগান্তিওয়ারের বিশেষ প্রতিক্রিয়া:এটি ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের 350তম বছর । আফজল খান প্রজাদের উপর নির্মম নির্যাতন চালাতেন । শিবাজী মহারাজ আলোচনার মাধ্যমে পথ খোঁজার চেষ্টা শুরু করেছিলেন । কোনও সেনা ও অস্ত্র ছাড়াই তাঁরা দেখা করবেন বলে সিদ্ধান্ত হয় । তবে শিবাজী মহারাজ জানতেন, আফজল খান কতটা নিষ্ঠুর । আফজল খান বিশ্বাসঘাতকতা করেন এবং শিবাজী মহারাজকে হত্যার ষড়যন্ত্র করেন । সেই সময়ে ছত্রপতি আফজল খানকে বাঘের নখ দিয়ে হত্যা করেন । মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার 'ইটিভি ভারত'কে জানিয়েছেন, "এই বাঘের নখ আমাদের জন্য বিশ্বাসের বিষয় । সেগুলি মহারাষ্ট্রে ফিরিয়ে আনতে আমি 1 অক্টোবর রাতে লন্ডনে যাব ।"
জগদম্বা তলোয়ার আনতে প্রযুক্তিগত অসুবিধা: মন্ত্রী মুনগান্তিওয়ার 'ইটিভি ভারত'কে জানিয়েছেন, "ছত্রপতি শিবাজী মহারাজ ভগবান নন, কিন্তু তিনি আমাদের কাছে ভগবানের চেয়ে কম নন । তাই শিগগিরই বাঘের নখ আনা হবে । এছাড়াও, এটি মহারাষ্ট্রে আনা হলে শিব ভক্তদের এক ঝলক দেখার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে । সেই জন্য, আমি এবং প্রিন্সিপাল সেক্রেটারি 1 অক্টোবর রাতে লন্ডনের উদ্দেশে রওনা হব ৷" জগদম্বা তলোয়ারকেও মহারাষ্ট্রে আনার চেষ্টা চলছে । কিন্তু কিছু প্রযুক্তিগত অসুবিধা আছে । মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হবে, কিন্তু প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে ।
বিরোধীদের সমালোচনা: মহারাষ্ট্রে বাঘের নখ আনার উদ্যোগের জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছে বিরোধীরা । এ নিয়ে রাজনীতিও চলছে । বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের এটি একটি চক্রান্ত । এ বিষয়ে মন্ত্রী মুনগান্তিওয়ার বলেন, "এমন অভিযোগ শুধু বোকারাই করতে পারে । ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক একটি সম্মানের অনুষ্ঠান, নির্বাচনী অনুষ্ঠান নয় । আপনি কি স্বপ্ন দেখেছিলেন যে, বিজেপি ক্ষমতায় আসবে এবং একই বছরে 350তম রাজ্যাভিষেক অনুষ্ঠান হবে?"