পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chennai Rain: রেকর্ড বৃষ্টিতে ভাসছে চেন্নাই, আগামী 2 দিন 4 জেলায় ছুটি স্কুল-কলেজ - এমকে স্তালিন

রেকর্ড বৃষ্টিতে ভাসছে চেন্নাই (Chennai Rain) ৷ আগামী 2 দিন চেন্নাই-সহ 4 জেলায় স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন (MK Stalin)৷

Chennai rains: CM MK Stalin visits rain-affected areas, 2-day holiday for schools, colleges in 4 districts
রেকর্ড বৃষ্টিতে ভাসছে চেন্নাই, আগামী 2 দিন 4 জেলায় ছুটি স্কুল-কলেজ

By

Published : Nov 7, 2021, 7:46 PM IST

চেন্নাই, 7 নভেম্বর:রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু (Chennai Rain) ৷ চেন্নাইতে গত 6 বছরে সর্বাধিক বৃষ্টি হয়েছে ৷ নাগাড়ে বৃষ্টিতে চেন্নাই-সহ বেশ কয়েকটি জেলা জলের তলায় ৷ পরিস্থিতি এতটাই জটিল যে, আগামী দু'দিন চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও চেঙ্গালপাট্টুতে সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন (MK Stalin) ৷ আজ বৃষ্টি বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখেন তিনি ৷ দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷

উত্তর-পূর্ব মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে গঠিত নিম্নচাপের জেরে শনিবার রাত থেকে অঝোরে বৃষ্টি হয় চেন্নাই ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় ৷ 2015 সালের পর এটাই এই এলাকায় সর্বাধিক বৃষ্টি বলে জানানো হয়েছে ৷ এর ফলে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা ৷ নানগামবক্কমে 21.52 সেন্টিমিটার ও মীনামবক্কমে 11.36 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে ৷ জলের তলায় কোরাট্টুর, পশ্চিম মামবালাম ও তেনামপেট এলাকা ৷

জলমগ্ন চেন্নাই

প্রবল বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ায় পুন্দি লেক থেকে 4000 কিউসেক ও চেমবারামবক্কম থেকে 500 কিউসেক জল ছাড়া হয়েছে ৷ বৃষ্টির দুর্ভোগ থেকে এখনও নিস্তার পাওয়ার কোনও খবর নেই ৷ জাতীয় আবহাওয়া দফতর সোমবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷ তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে 10 ও 11 নভেম্বর প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷

পরিদর্শনে প্রশাসন

আরও পড়ুন:BJP Meeting: বাংলায় নতুন গল্প লিখবে বিজেপি, জাতীয় কর্মসমিতির বৈঠকে আশ্বাস নাড্ডার

উত্তর চেন্নাইয়ের বৃষ্টিতে বিধ্বস্ত এলাকাগুলি আজ পরিদর্শনে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ৷ দুর্গতদের জন্য ত্রাণ ও ওষুধ পৌঁছে দেওয়া, তাঁদের নিরাপদ স্থানে সরানোর জন্য কর্তৃপক্ষকে সাহায্য করতে ডিএমকে সাংসদ, বিধায়ক ও স্থানীয় প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর ৷

দুর্ভোগে মানুষ

আরও পড়ুন:Chinese Intrusion : অরুণাচলে আস্ত গ্রাম চিনের, পেন্টাগনের রিপোর্ট তুলে সরব কংগ্রেস

প্রবল বৃষ্টির কারণে সড়ক ও রেল পরিষেবা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দেরিতে চলছে বেশ কয়েকটি বিমান ৷

ABOUT THE AUTHOR

...view details