পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চেন্নাই বিমানবন্দরে 70 লাখ টাকার সোনা বাজেয়াপ্ত

রবিবার চেন্নাইয়ের আন্তর্জাতিক এয়ারপোর্টে নামে মহম্মদ আসিফ নামে এক ব্য়ক্তি ৷ তার পকেট থেকে দু’টি প্য়াকেটে সোনা উদ্ধার হয় ৷ যার একটিতে 140 গ্রাম ও অন্য়টিতে 123 গ্রাম সোনা ছিল ৷ অন্য়দিকে ইন্ডিগোর বিমান থেকে চেন্নাইয়ে নামে মহম্মদ শরিফ নামে এক পাচারকারী ৷

chennai-customs-seize-1-dot-31-kg-smuggled-gold
চেন্নাই কাস্টমসের জালে 6 সোনা পাচারকারী, উদ্ধার 1.31 kg সোনা

By

Published : Nov 8, 2020, 9:24 PM IST

চেন্নাই, 8 নভেম্বর : শনিবার ও রবিবার দু’দিনে মোট 1 কেজি 310 গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে চেন্নাই এয়ারপোর্টের কাস্টমসের আধিকারিকেরা ৷ যার বাজার মূল্য় প্রায় 70 লাখ 70 হাজার টাকা ৷ মোট 6 জন সোনা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ কাস্টমস কমিশনারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার চেন্নাইয়ের আন্তর্জাতিক এয়ারপোর্টে মহম্মদ আসিফ নামে এক ব্য়ক্তি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে নামে ৷ তার পকেট থেকে দু’টি প্য়াকেটে সোনা উদ্ধার হয় ৷ যার একটিতে 140 গ্রাম ও অন্য়টিতে 123 গ্রাম সোনা ছিল ৷ অন্য়দিকে ইন্ডিগোর বিমান থেকে চেন্নাইয়ে নামে মহম্মদ শরিফ নামে এক পাচারকারী ৷ তার কাছ থেকেও দু‘টি বান্ডিল পাওয়া যায় ৷ যার একটির ভিতরে ছিল 419 গ্রাম সোনা ও আরেকটিতে ছিল 359 গ্রাম সোনা ৷

এখানেই শেষ নয়, শনিবার শাউল হামিদ, সৈয়দ আজমের হাজা, নয়না মহম্মদ এবং জগতীশ নামে চার জনকে গ্রেপ্তার করে কাস্টমস ৷ তারা দুবাই থেকে ভারতে ফিরেছিল ৷ বিমানবন্দরের গেট থেকে বেরোনোর সময় সন্দেহ হওয়ায় তাদের আটকানো হয় ৷ তল্লাশিতে এদের কাছ থেকেও সোনা উদ্ধার হয়েছে ৷ এদের কাছ থেকে প্রায় ন’টি বান্ডিল উদ্ধার হয় ৷ যেখানে প্রায় ন’শো গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details