পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cheetahs Fit and Fine: মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানে ভালো আছে নামিবিয়ার চিতারা, চলছে খেলাধূলা-ফিস্ট - চিতা

মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানে (Madhya Pradesh Kuno National Park) ভালো আছে নামিবিয়ার চিতারা (Cheetahs Fit and Fine)৷ মহিষের মাংস খাচ্ছে, করছে খেলাধূলাও ৷ জানালেন বন দফতরের এক আধিকারিক ৷

Cheetahs fit and fine in Madhya Pradesh Kuno National Park Officials
মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানে ভালো আছে নামিবিয়ার চিতারা, চলছে খেলাধূলা-ফিস্ট

By

Published : Oct 16, 2022, 3:04 PM IST

শেওপুর, 16 অক্টোবর: নামিবিয়া থেকে আসা আটটি চিতা (Cheetahs Fit and Fine) মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Madhya Pradesh Kuno National Park) খুব ভালো আছে ৷ তারা খেলাধুলোও করছে ৷ কোয়ারান্টিনে থাকাকালীন তারা মহিষের মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়াও করছে ৷ জানালেন বন দফতরের এক আধিকারিক ৷

17 সেপ্টেম্বর ওই জাতীয় উদ্যানে চিতাগুলিকে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাদের নতুন বাড়িতে থাকার এক মাসের অভিজ্ঞতা কেমন, সেই নিয়ে আলোচনা করতেই সোমবার বৈঠকে বসছে কেন্দ্রীয় সরকার গঠিত টাস্ক ফোর্স ৷ চিতাগুলিকে জঙ্গলে পাঁচ বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত অভিযোজনে সহায়ক এনক্লোজারে ছাড়ার বিষয় নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে ৷

বন দফতরের প্রিন্সিপাল চিফ কনজারভেটর জেএস চৌহান শনিবার জানিয়েছেন, দু-এক মাসের মধ্যেই চিতাগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷ কুনো জাতীয় উদ্যানের শেওপুর ও অন্যান্য নির্ধারিত এলাকাগুলিতে চিতাগুলি কীভাবে থাকছে তা দেখার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল ৷ ভারত থেকে প্রায় 70 বছরেরও বেশি সময় আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বিশ্বের সবচেয়ে দ্রুত এই প্রাণী ৷ চৌহান জানিয়েছেন, চিতাদের দুই ভাই ফ্রেডি ও অল্টন, দুই বোন সাবান্না ও সাশা এবং ওবান, আশা, সিবলি ও সাইসারা খুব ভালো আছে ৷ তিনি আরও বলেন, "চিতা বিশেষজ্ঞদের দাবি, কুনো জাতীয় উদ্যানে পাঁচ মহিলা ও তিন পুরুষ সম্বলিত আটটি চিতা আশাতীত ভাবে ভালো আছে ৷"

আরও পড়ুন:নামিবিয়ার চিতা পাহারায় জার্মান শেপার্ড, পাঁচকুলায় বিশেষ প্রশিক্ষণ

কেএনপি-র অধিকর্তা উত্তম শর্মা জানিয়েছেন, চিতাগুলি ভালো আছে ৷ মহিষের মাংস খাচ্ছে ৷ বিশেষজ্ঞরা তাদের উপর নজরদারি চালাচ্ছেন ৷ বন দফতরের কয়েকজন আধিকারিকের কথায়, মাঝেমধ্য়েই ফ্রেডি ও অল্টন এবং সাবান্না ও সাশাকে খেলতে দেখা যাচ্ছে ৷ 50X30 মিটারের দুটি এনক্লোজারে দুই ভাই ও দুই বোনকে রাখা হয়েছে ৷ বাকি চারটি চিতাকে 25X25 মিটারের চারটি এনক্লোজারে বাকি চারটি চিতাকে কোয়ারান্টিনে রাখা হয়েছে ৷ টাস্ক ফোর্সের সদস্য অভিলাস খান্দেকরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও জানান, চিতাগুলি ভালো আছে ৷ পরিবেশ, বন ও পরিবেশ পরিবর্তন মন্ত্রক 2 বছরের জন্য 9 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে ৷ ভারত ও নামিবিয়ার বিশেষজ্ঞরা কড়া নজরদারিতে রেখেছে চিতাগুলিকে ৷

ABOUT THE AUTHOR

...view details