পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kuno National Park: রেডিয়ো কলার সংক্রমণের জেরেই কি লাগাতার চিতা-মৃত্যু? আফ্রিকা থেকে আসছেন বিশেষজ্ঞরা - আফ্রিকা থেকে আসছেন বিশেষজ্ঞ

মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে চিতাদের বাঁচিয়ে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ বন দফতররের কাছে ৷ এই মুহূর্তের উদ্বেগজনক খবর এটা যে চিতা ওবানের রেডিয়ো কলারের কারণে ত্বকে সংক্রমণ ছড়িয়েছে ৷ তার ঘাড়ে ঘা মতো হয়ে গিয়েছে ৷ তাহলে এই কারণেই একের পর এক চিতার মৃত্যু হচ্ছে! তাই তড়িঘড়ি কুনোতে চিতাদের স্বাস্থ্য পরীক্ষা করতে আফ্রিকা থেকে বিশেষজ্ঞরা আসছেন।

Kuno National Park
রেডিও কলারের সংক্রমণেই একের পর এক চিতার মৃ্ত্যু

By

Published : Jul 18, 2023, 5:27 PM IST

Updated : Jul 18, 2023, 7:50 PM IST

কুনো ন্যাশনাল পার্কে চিতাদের বাঁচিয়ে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ বন দফতররের কাছে

গোয়ালিয়র, 18 জুলাই:মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে আফ্রিকা থেকে আনা একের পর এক চিতার মৃত্যু ঘিরে বাড়ছে উদ্বেগ। গত কয়েকদিনে ফের দু'টি চিতার মৃত্যুতে টনক নড়েছে কর্তৃপক্ষের। এক্ষেত্রে দু'টি চিতারই কিডনি ও হৃদপিন্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি করা হয়েেছ, এমনটাই সূত্রের খবর। কেন এত ঘন ঘন চিতার মৃত্যু হচ্ছে সেই কারণ খুঁজতে গিয়ে সম্ভাব্য কয়েকটি বিষয়কেই দায়ী করছেন বন আধিকারিক ও বিশেষজ্ঞরা। তার মধ্যে অবশ্য়ই একটি রেডিয়ো কলার। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে নানা চর্চা শুরু হয়েছে। কুনোয় আরও এক চিতা ওবানের ঘাড়ে রেডিয়ো কলারের সংক্রমণ পাওয়া গিয়েছে। এমনকী সংক্রমণ স্থানে পোকা ধরে যাওয়ার চিহ্নও পাওয়া গিয়েছে ৷ তাহলে রেডিয়ো কলার থেকে সংক্রমণই কি চিতাগুলির মৃত্যুর কারণ?

এ বিষয়ে জাতীয় উদ্যানের ডিএফও প্রকাশ কুমার বর্মা বলেছেন, কুনোর জঙ্গলে মোট 10টি চিতা রয়েছে ৷ ওদের স্বাস্থ্য এখন খতিয়ে দেখা হচ্ছে। বনদফতরের তরফে প্রতিনিয়ত পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার কুনোয় চিতাদের স্বাস্থ্য পরীক্ষা করতে আফ্রিকা থেকে আসছেন বিশেষজ্ঞরা ৷ দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা ও পরবর্তীতে জন্মানো শাবক মিলিয়ে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে 24টি চিতা ছিল। লাগাতার মৃত্যুর পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 16-তে। মৃত্যুর কারণে সরকার থেকে প্রশাসন উদ্বিগ্ন সকলেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার তেজসের মৃত্যুর পর দেখা গিয়েছিল তার গলায় ক্ষত রয়েছে। তবে ময়নাতদন্তে জানা গিয়েছিল, চিতাটি দুর্বল হয়ে পড়েছিল। কিছুদিন আগে জঙ্গলের অন্য এক চিতার সঙ্গে তার লড়াই বাঁধে। সেসময় শরীরে একাধিক ক্ষত হয়েছিল। তারপর থেকেই আতঙ্কে ভুগছিল আফ্রিকা থেকে ভারতের জঙ্গলে আনা চিতাটি। এরপর শুক্রবার মৃত্যু হয় সুরজের। যদিও তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

নতুন জায়গায় তাদের গতিবিধির উপর নজর রাখতেই মূলত এই রেডিয়ো কলারগুলি (জিপিএস ট্র্যাকার) পরানো হয় চিতাগুলির গলায়। এছাড়াও সম্প্রতি একটি চিতা জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। রেডিও কলারের মাধ্যমেই তার খোঁজ মেলে। তবে চিতাগুলির মৃত্যুর পিছনে রেডিয়ো কলার জনিত সংক্রমণ কাজ করছে এমনটা এখনও মানতে নারাজ বনদফতর। এখন দেখার আফ্রিকা থেকে বিশেষজ্ঞরা পরীক্ষার পর কী জানান ৷

আরও পড়ুন:আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা চলছে, কুনোয় একাধিক চিতার মৃত্যুর নিয়ে সাফাই কর্তৃপক্ষের

Last Updated : Jul 18, 2023, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details