তেজপুর (অসম), 5 অক্টোবর:ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার । অরুণাচল প্রদেশের তায়াঙে বুধবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে । সে সময় কপ্টারে পাইলট এবং সেকেন্ড পাইলট উপস্থিত ছিলেন । সূত্রের খবর, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব । দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে সেনা ।
প্রথমে দুই পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল । সেখানেই প্রাণ হারান এক পাইলট । জানা গিয়েছে, পাইলটের আঘাত বেশ গুরুতর ছিল । আর তার জেরেই শেষরক্ষা হল না । সেকেন্ড পাইলটেরও গুরুতর চোট লেগেছে (Cheetah Helicopter Crashes in Arunachal Pradesh) । দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও সঠিক কারণ জানা যায়নি । আর তা নিয়েই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।