পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJPs Win in Uttarakhand Assembly Polls : চারধামের সৌন্দর্যায়ন ও হিন্দুত্ব উত্তরাখণ্ডে বিজেপির জয়ে অন্যতম অনুঘটক - BJPs Win in Uttarakhand Assembly Polls

উত্তরাখণ্ডে 70 আসনের মধ্যে 47টিতে জিতেছে বিজেপি (BJPs Win in Uttarakhand Assembly Polls) ৷ মিথ ভেঙে পরপর দু’বার ওই রাজ্যে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির ৷ তাদের জয়ে অন্যতম অনুঘটকের কাজ করেছে চারধামের সৌন্দর্যায়ন ও হিন্দুত্বের প্রচার ৷

charm dham beautification and hindutva card turn the tide in favor of bjp in uttarakhand
BJPs Win in Uttarakhand Assembly Polls : চারধামের সৌন্দর্যায়ন ও হিন্দুত্ব উত্তরাখণ্ডে বিজেপির জয়ে অন্যতম অনুঘটক

By

Published : Mar 11, 2022, 3:29 PM IST

দেরাদুন (উত্তরাখণ্ড), 11 মার্চ : গতবার হেরে গেলেও এবার উত্তরাখণ্ডের কেদারনাথ আসনটি জিততে পেরেছে বিজেপি ৷ চারধাম প্রকল্প এলাকায় যে চারটি আসন রয়েছে, তার মধ্য়েই রয়েছে কেদারনাথ ৷ বাকি তিনটি আসন হল বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী ৷ ধর্মীয় পর্যটনের দিক থেকে এই চারটি আসন খুবই গুরুত্বপূর্ণ ৷ এছাড়াও ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে উত্তরাখণ্ডের ঋষিকেশ ও হরিদ্বার আসনটি খুবই গুরুত্বপূর্ণ ৷ গতবার গঙ্গোত্রী, ঋষিকেশ ও হরিদ্বার আসনে বিজেপি জিতেছিল ৷ তবে এবার কেদারনাথ জিতলেও বিজেপি বদ্রীনাথ আসনে হেরেছে ৷

দেবভূমি উত্তরাখণ্ড সারা বিশ্বে ধর্মীয় পর্যটনের জন্য বিখ্যাত ৷ তাই ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ চারধাম এবং ঋষিকেশ ও হরিদ্বারে আসেন ৷ তাই রাজনৈতিক নেতারাও ভোটের সময় ধর্মীয় ইস্যুকে সামনে রেখেই ভোটারদের মন জয় করার চেষ্টা করেন ৷ এবারের নির্বাচনেও বিজেপি সেই পথেই হেঁটেছিল ৷ কেদারনাথের সৌন্দর্যায়ন ও আদি শঙ্করাচার্যের মূর্তি নির্মাণকে ভোটের ইস্যু করা হয়েছিল ৷ আর তাতেই বাজিমাত করেছে গেরুয়া শিবিরে (Charm Dham beautification and Hindutva card turn the tide in favor of BJP in Uttarakhand) ৷ ভোটের ফলেই তার প্রমাণ মিলছে ৷

যদিও কংগ্রেসও কেদারনাথ সৌন্দর্যায়নের প্রকল্পের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিল ৷ তাদের আমলে ওই প্রকল্প তৈরির সিদ্ধান্ত হয় ৷ বিজেপি শুধু কৃতিত্ব নিচ্ছে কাজ করে ৷ এমন অভিযোগ প্রচারে কংগ্রেসের তরফে তোলা হয়েছিল ৷ তাতে যে লাভ হয়নি, তা তো ভোটের ফল দেখেই বোঝা যাচ্ছে ৷

বিজেপি এবার উত্তরাখণ্ডে 47টি আসন জিতেছে (BJPs Win in Uttarakhand Assembly Polls) ৷ 70 আসনের বিধানসভায় কংগ্রেসের দখলে গিয়েছে 19টি আসন ৷ বিজেপি পেয়েছে 44.31 শতাংশ ভোট পেয়েছে ৷ কংগ্রেসের ঝুলিতে এসেছে 37.95 শতাংশ ভোট ৷ বাকি চার আসনের দু’টিতে বহুজন সমাজ পার্টি ও দু’টিতে অন্যান্যরা জিতেছে ৷

2000 সালে এই রাজ্য গঠিত হয় উত্তরপ্রদেশ ভেঙে ৷ তার পর যতগুলি নির্বাচন হয়েছে, প্রতিবারই বিজেপি অথবা কংগ্রেস ক্ষমতায় থেকেছে ৷ কিন্তু কোনও দলই পরপর দু’বার ওই রাজ্যে সরকার গড়তে পারেনি ৷ সেই ধারার অবলুপ্তি ঘটল এবার ৷ ওই রাজ্যে পরপর দু’বার সরকার গড়ার কৃতিত্ব অর্জন করল বিজেপি ৷

এছাড়াও উত্তরাখণ্ডের ভোট নিয়ে আরও কিছু মিথ রয়েছে ৷ তার মধ্যে অন্যতম ভোটে প্রতিবার শিক্ষামন্ত্রী হেরে যান ৷ এবার সেই মিথ ভাঙল ৷ বর্তমান শিক্ষামন্ত্রী অরবিন্দ পান্ডে এবারও জিতেছেন ৷ তাছাড়া গঙ্গোত্রী থেকে যে দল জয়ী হয়, সেই দলের সরকার হয় ৷ এবার সেই মিথ বজায় রইল ৷ 2017 সালে গঙ্গোত্রী থেকে জিতেছিলেন বিজেপির গোপাল সিং রাওয়াত ৷ তাঁর প্রয়াণের পর বিজেপি ওই কেন্দ্রে সুরেশ চৌহানকে প্রার্থী করেছিল ৷ তিনি এবার জিতেছেন ৷

কিন্তু তাৎপর্যপূর্ণ হল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজেপির পুষ্কর সিং ধামি, কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হরিশ রাওয়াত ও আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অজয় কোঠিয়াল হেরে গিয়েছেন ৷ পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের কুমায়ুনের খাতিমা থেকে প্রার্থী হয়েছিলেন ৷ তাঁকে হারিয়ে ওই কেন্দ্রের বিধায়ক হলেন ভুবন কাপ্রি ৷

এই হারে উত্তরাখণ্ডের একটি নির্বাচনী ধারা বজায় রাখলেন পুষ্কর সিং ধামি ৷ এতদিন পর্যন্ত পরপর দু’বার মুখ্যমন্ত্রী হতে পারেননি কেউ ৷ এবারও তাই হল ৷ বিজেপি জিতলেও পর পর দু’বার মুখ্যমন্ত্রী হওয়া হল না ধামির ৷

আরও পড়ুন :Nadda on BJP Victory: নির্বাচনের সংস্কৃতিকেই বদলে দিয়েছেন মোদি, জয়ের পর পরিবারতন্ত্র নিয়ে খোঁচা নাড্ডার

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details