দেরাদুন (উত্তরাখণ্ড), 11 মার্চ : গতবার হেরে গেলেও এবার উত্তরাখণ্ডের কেদারনাথ আসনটি জিততে পেরেছে বিজেপি ৷ চারধাম প্রকল্প এলাকায় যে চারটি আসন রয়েছে, তার মধ্য়েই রয়েছে কেদারনাথ ৷ বাকি তিনটি আসন হল বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী ৷ ধর্মীয় পর্যটনের দিক থেকে এই চারটি আসন খুবই গুরুত্বপূর্ণ ৷ এছাড়াও ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে উত্তরাখণ্ডের ঋষিকেশ ও হরিদ্বার আসনটি খুবই গুরুত্বপূর্ণ ৷ গতবার গঙ্গোত্রী, ঋষিকেশ ও হরিদ্বার আসনে বিজেপি জিতেছিল ৷ তবে এবার কেদারনাথ জিতলেও বিজেপি বদ্রীনাথ আসনে হেরেছে ৷
দেবভূমি উত্তরাখণ্ড সারা বিশ্বে ধর্মীয় পর্যটনের জন্য বিখ্যাত ৷ তাই ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ চারধাম এবং ঋষিকেশ ও হরিদ্বারে আসেন ৷ তাই রাজনৈতিক নেতারাও ভোটের সময় ধর্মীয় ইস্যুকে সামনে রেখেই ভোটারদের মন জয় করার চেষ্টা করেন ৷ এবারের নির্বাচনেও বিজেপি সেই পথেই হেঁটেছিল ৷ কেদারনাথের সৌন্দর্যায়ন ও আদি শঙ্করাচার্যের মূর্তি নির্মাণকে ভোটের ইস্যু করা হয়েছিল ৷ আর তাতেই বাজিমাত করেছে গেরুয়া শিবিরে (Charm Dham beautification and Hindutva card turn the tide in favor of BJP in Uttarakhand) ৷ ভোটের ফলেই তার প্রমাণ মিলছে ৷
যদিও কংগ্রেসও কেদারনাথ সৌন্দর্যায়নের প্রকল্পের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিল ৷ তাদের আমলে ওই প্রকল্প তৈরির সিদ্ধান্ত হয় ৷ বিজেপি শুধু কৃতিত্ব নিচ্ছে কাজ করে ৷ এমন অভিযোগ প্রচারে কংগ্রেসের তরফে তোলা হয়েছিল ৷ তাতে যে লাভ হয়নি, তা তো ভোটের ফল দেখেই বোঝা যাচ্ছে ৷
বিজেপি এবার উত্তরাখণ্ডে 47টি আসন জিতেছে (BJPs Win in Uttarakhand Assembly Polls) ৷ 70 আসনের বিধানসভায় কংগ্রেসের দখলে গিয়েছে 19টি আসন ৷ বিজেপি পেয়েছে 44.31 শতাংশ ভোট পেয়েছে ৷ কংগ্রেসের ঝুলিতে এসেছে 37.95 শতাংশ ভোট ৷ বাকি চার আসনের দু’টিতে বহুজন সমাজ পার্টি ও দু’টিতে অন্যান্যরা জিতেছে ৷