মেঘালয়, 30 নভেম্বর : সোমবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বিধানসভার অধ্য়ক্ষ চার্লস পিনগ্রোপকে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হিসাবে নিয়োগ করল ঘাসফুল শিবির (Charles Pyngrope appointed as Meghalaya TMC president) ৷ কলকাতায় এদিন মেঘালয়ের 11 জন কংগ্রেস বিধায়কের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলার পর অন্যান্য রাজ্যেও মাটি শক্ত করতে চাইছে তৃণমূল, সেই লক্ষ্যেই এবার মেঘালয়ে সংগঠন মজবুত করতে অভিজ্ঞ মুখ নিয়োগ করলেন তাঁরা ৷
Meghalaya TMC president : মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি হলেন চার্লস পিনগ্রোপ - মমতা বন্দ্যোপাধ্যায়
সোমবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বিধানসভার অধ্য়ক্ষ চার্লস পিনগ্রোপকে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হিসাবে নিয়োগ করল ঘাসফুল শিবির (Charles Pyngrope appointed as Meghalaya TMC president) ৷
চার্লস পিনগ্রোপ সম্পর্কে কথা বলতে গিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেন আগামী দিনে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ব্য়াপক উন্নতি ও পরিবর্তন আসতে চলেছে ৷ চার্লস পিনগ্রোপকে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হিসাবে নিয়োগ করতে পেরে দল অত্যন্ত খুশি ৷"
অন্যদিকে পিনগ্রোপ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত সিদ্ধান্ত কেবল শীর্ষ নেতৃত্বের উপর নির্ভর করে না ৷ স্থানীয় নেতৃত্বেরও যথেষ্ট ভূমিকা থাকে ৷ এটাই দলের সবথেকে ভাল দিক ৷