পুরী, 10 জুলাই : সোমবার রথযাত্রা । চূড়ান্ত প্রস্তুতি চলছে পুরীতে । অন্যান্য বছরগুলিতে এই সময় ভক্তদের ঢল নামে পুরীতে । আর রথযাত্রার দিন তো সব ভিড় ছাপিয়ে যায় । জগন্নাথ দেবের রথের দড়িটা একবার স্পর্শ করতে পারলেই হয় । কিন্তু এবার আর তা হচ্ছে না ।
করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি চলে যায়নি । তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ওড়িশা প্রশাসন । রথযাত্রায় কোনও ভক্ত অংশগ্রহণ করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ।
যাঁরা রথ টানবেন, তাঁদেরও ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে । প্রত্যেককে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট নেগেটিভ আসতে হবে । একইসঙ্গে করোনা টিকার দু'টি ডোজ়ও তাঁদের নেওয়া থাকতে হবে । একমাত্র তাহলেই জগন্নাথ দেবের রথ টানায় অংশ নিতে পারবেন তাঁরা ।